এবারের ঈদে শোলাকিয়াতে ইমাম কে হবে?

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ৩১ জুলাই, ২০১৩, ০২:১৩:৪৮ দুপুর



ফরিদ উদ্দিন মাসউদ। যিনি শোলাকিয়া ঈদগাহে ঈদের নামায পড়িয়েছেন গত ঈদ পর্যন্ত। কিন্তু!

কিন্তু তিনি নিজেকে বিতর্কিত করে ফেলেছেন ইতিমধ্যে। হারিয়েছেন সাধারণ মুসল্লিদের আস্তা এবং শ্রদ্ধা। পরিচিত লাভ করেছেন একজন তিজারী মোল্লা হিসাবে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, অথচ নিজেই ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক রেখেছেন। গোলাম আযমের বিরুদেধ ফতোয়া দিয়েছে, অথচ গোলাম আযমকে নিজ কলমে শ্রদ্ধাভাজন বলে সম্বোধন করেছেন। তাই প্রশ্ন!

প্রশ্ন হলোঃ আগামী ঈদে ওর পিছনে তো সাধারণ মানুষ নামায পড়বেনা। সরকার যদি জোর করে তাকে ইমাম করতে চায়, তাহলে ঈদের জামাতে একটা কিছু অঘটন ঘটার আশংকা করছি। বিধায় এই ঝুঁকি সরকার নেবেনা বলেই মনে করছি। তাহলে!

তাহলে কে পড়াবেন শোলাকিয়া ঈদগাহে ঈদের নামায?

বিষয়: বিবিধ

১৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File