আসুন আমরা যারা জামায়াত শিবির করি, তারা আংগুল চুষি
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৮ জুলাই, ২০১৩, ০৪:১২:৪৫ বিকাল
আমাদের মখা সহেব কিছু দিন আগে বলেছিলেন যে, জামায়াত শিবির তান্ডব চালাবে, আর পুলিশ বসে বসে আংগুল চুষবে-তা হতে পারেনা। তাই পুলিশকে আংগুল চুষতে না দিয়ে তিনি কাজ দিয়েছিলেন। পুলিশ পাখির মতো জামায়াত শিবির শিকার করেছে। কিন্তু জামায়াত শিবিরের পাল এতো বেশী যে, সবাই শিকারে পরিণত হয়নি।
ইতিমধ্যে আব্দুল কাদের মোল্লা, আল্লামা সাঈদী, কামারুজ্জামান এর মামলার রায় হয়। যে কোন রায়ের পর জামায়াত শিবির কি প্রতিক্রিয়া দেখায়-তা মখা এবং মখার সরকারের সবার জানা। এমন কোন রায় হয়নি, যে দিন জামায়াত শিবির হরতাল দেয়নি। তা সেই আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে আজ অবদি। অতএব অধ্যাপক গোলাম আযম বা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলার রায়ের দিন যে হরতাল হবে এটা অংকের বিষয়, সহজ বিষয়, রুটিন হয়ে আসছে।
জামায়াত শিবির মখার আংগুল চোষা থিয়রী শুনে বিএনপি নেতাদের মতো ইদুরের গর্তের সন্ধান করেনি। বরং সব সময় রাজপথে ছিল বীরদর্পে। পুলিশ যেহেতু আংগুল চোষার কর্মসূচী গ্রহণ করেনি, সেহেতু জামায়াত শিবিরও এই কর্মসূচী নেয়নি।
যুদ্ধাপরাধের বিচারের রায় মাত্র ৩মাস বিলম্ব করা হয়েছে। সম্মাণিত (?) বিচারকরা এই রায়টাকে আরো একমাস বিলম্ব করলে কি অসুদ্ধ হয়ে যেতো? কিন্তু যেহেতু বিচার হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে তথা আওয়ামী সিদ্ধান্তে, আর বিচারক যেহেতু আওয়ামী, প্রসিকিউশন যেহেতু আওয়ামী, সাক্ষীও যেহেতু আওয়ামী, আইন যেহেতু আওয়ামী, সরকার যেহেতু আওয়ামী, মখা যেহেতু আওয়ামী এবং সর্বোপরি আদ্দোপান্ত সব আওয়ামী। সেহেতু আওয়ামী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওয়ামী দৃষ্টিভংগী অনুযায়ী বিচারকরা রমজানের এই দিনে রায় দিয়েছেন। এখন জামায়াত শিবির কি করবে?
জামায়াত শিবিরকে মনে রাখতে হবে আওয়ামীলীগের ওল্ড ভার্সন আর মুসলমানদের মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়কারী প্রথম যুদ্ধ-বদর যুদ্ধ-সংঘঠিত হয় এই রামাদ্বান মাসে। রামাদ্বান মাসে সত্যকে তুলে ধরার জন্য অস্র হাতে নেয়া বা সংগ্রাম করা হচেছ সবচেয়ে উপযুক্ত সময়।
তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জামায়াত শিবিরকে সত্য ও সুন্দরের প্রচারের দায়িত্ব রামাদ্বানেই পালন করতে হবে। রামাদ্বানের এই পবিত্র দিনে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শণ করে অন্য সময়ের ৭০টি ত্যাগের সওয়াব নিতে হবে।
অতএব,
আসুন আমরা যারা জামায়াত শিবির করি, তারা এক যুগে আংগুল চুষি। আংগুল চোষা দেখেই মখার খবর হয়ে যাক যে, পরবর্তীতে কি অপেক্ষা করছে।
বিষয়: বিবিধ
২৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন