কনছাইন দেহী-এই কথা গুলো কার মস্তিষ্ক প্রসূত?
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০১ জুলাই, ২০১৩, ০৯:২৪:১৩ রাত
প্রিয় পাঠক! নিচের এই কথামালা একটু জ্ঞানী জ্ঞানী ধরনের কথা। আর হ্যাঁ! তিনি জ্ঞানী বটে। কেউ কেউ অবশ্য তাকে বিতর্কিতও বলেন। বেচারা এখন আর নাই। কিন্তু তার লেখা বা লিখনি আছে সর্বত্র। বলুনতো সে কে বা তিনি কে??
সময় জিজ্ঞেস করলে সাথে সাথে ঘড়ি দেখে সময় বলে। যদিও সে এক মুহুর্ত আগে ঘড়ি দেখেছে।
আশ্বিন কার্তিক মাসের ঠান্ডা বুকে লাগে, পৌষ মাঘ মাসের ঠান্ডায় কিছু হয় না।
নিশাচর পশুরা নিঃশব্দে চলে।
আশ্রিত মানুষকে নানান অপমানের মধ্যে বাস করতে হয়।
যত্ন বিনা কোন কিছুই ঠিক থাকেনা।
যে ভাল গল্প বলতে পারে, তার গলার স্বর গল্প বলার সময় উঠা নামা করে।
মনকে শান্ত করার একটি পদ্ধতি হলোঃ জটিল কোন বিষয়ের বই পড়া।
শিশুরা ব্যাথ্যা পেয়ে যখন কাঁদে তখন কান্নার আওয়াজ এক রকম আর মনে কষ্ট পেয়ে যখন কাঁদে তখন কান্নার আওয়াজ অন্য রকম।
শিশুরা অনেক কিছু বুঝতে পারে, বড়রা পারেনা।
কোন কিছু নিয়ে তাড়াহুড়া করা ঠিক না।
দরিদ্র লোকজন যখন টাকা পয়সা করে তখন জমি কিনে, বাড়ী বানায়।
উত্তপ্ত মুহুর্তে যাবতীয় প্রশ্নের উত্তরে নিরব থাকতে হয়্
মিথ্যা কখনো ঠিকে থাকেনা। খুব বেশী হলে সাত দিন। মিথ্যার আয়ুন অল্প।
বিষয়: বিবিধ
১৫৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন