Rose Rose মিলন মেলা পোষ্টঃ (১৪৩) Rose বিষয়ঃ জালেম ও মজলুম Rose Rose

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৯ জুন, ২০১৩, ০২:৪২:২৫ রাত

((সুপ্রিয় পাঠক! শুরুতেই বিভ্রান্ত না হতে সবিনয় অনুরোধ করছি এজন্য যে, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিলন মেলার পোষ্ট দেয়া হবে প্যারিস থেকে আমি-এর ব্লগ থেকে। আমি এখানে সোনার বাংলাদেশ ব্লগের ০৫ মে ২০১২, সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় দেয়া একটি স্মৃতিময় পোষ্ট রিপোষ্ট করছি। বাহার ভাইয়ের বদান্যতায় উদ্ধার করা হয়েছে))

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আধা শিক্ষিত মানুষ-এর ব্লগ কুঠিরে সবাইকে সুস্বাগত। সারা বিশ্ব আজ অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। আর্ত মানবতার চিত্কারে আজ বিষাক্ত আকাশ আর বাতাস। দুনিয়ার ভাল মানুষ গুলো আজ জালেমের কারাগারে বন্দি। যারাই মানবতার কল্যাণে দূর্বল মানুষের পক্ষে নিচু গলায় একটু আওয়াজ করছে, তারাই মানবাধিকারের শ্লোগানধারী মোড়লদের টার্গেটে পরিণত হচেছ। দেশ জাতি আর মানবতার যখন এই অবস্থা, তখন আমাদের কি আছে করণীয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলছেনঃ "কি হয়েছে তোমাদের! তোমরা লড়াই করছো না আল্লাহর পথে সে সব দূর্বলদের জন্য, যাদের মাঝে রয়েছে পুরুষ নারী আর শিশু-যারা ফরিয়াদ জানাচ্ছে 'হে আমাদের রব! বের করো আমাদেরকে এই জনপদ থেকে, যার অধিবাসীরা অত্যন্ত জালেম। প্রেরণ করো তোমার তরফ থেকে আমাদের জন্য একজন বন্ধু। প্রেরণ করো তোমার তরফ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী"। (সূরাতুন নিসা)

নির্যাতিত নিপীড়িত সেই সব মানুষের চিৎকারে আমরা কিভাবে সাড়া দিতে পারি? আল্লাহর রাসূল সা. বলেছেনঃ “তোমার ভাইকে সাহায্য কর, চাই সে (স্বৈরাচারী) নিষ্ঠুর জালিম হোক অথবা হোক মজলুম। এক ব্যক্তি নিবেদন করলো, হে আল্লাহর রাসূল! লোকটা যদি মজলুম হয় আমি তাকে সাহায্য করব এটা বুঝতে পারলাম; কিন্তু যদি সে জালিম হয় তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করব? তিনি বললেনঃ তাকে জুলুম করা থেকে বিরত রাখ, বাধা দাও। এটাই তাকে সাহায্য করার অর্থ।” [সহীহ আল বুখারীঃ আনাস (রা) কর্তৃক বর্ণিত]

সারা পৃথিবীর মানুষ আজ দুই ভাগে বিভক্ত। একদল জালেম আর আরেক দল মজলুম। এ অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবী। এই দাবী পুরণে আমাদের কি করণীয়? মজলুমের ফরিয়াদে আমাদের পদক্ষেপ আর জালেমের জুলুম বন্ধে আমাদের তৎপরতা কি হতে পারে?

সেই দৃষ্টিকোন থেকে আজকে মিলন মেলার বিষয়ঃ জালেম ও মজলুম। এ বিষয় নিয়ে আজকের মিলন মেলায় জ্ঞানীজন গুণীজন তাদের অভিমত ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু হোক আমাদের এই আসর। তাওয়াক্কাল আ'লা রাব্বিল মুসতাদ্বআফীন।

লক্ষনীয়ঃ

মিলনামেলাঃ সম্পূর্ণ রাজনীতিমুক্ত।

মিলনমেলাঃ অশ্লীল ও ব্যক্তি আক্রমনাত্মক মন্তব্য মুছে দেয়।

মিলনমেলাঃ কোন লিংক বা ফটো দিতে নিরুৎসাহিত করে।

মিলনমেলাঃ জ্ঞান পিপাসুদের জন্য জমজমাট এক জ্ঞানের আসর।

৪০৫ বার পঠিত, ২১১ টি মন্তব্য, ৯ জনের পছন্দ

১।

জিন্দা শাহ্ জালাল লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। আধা শিক্ষিত মানুষ-এ কুঠিরে আপনি সবার আগে আসলেন। আপনাকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি সাথে পাবো অনেক সময়।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।



জিন্দা শাহ্ জালাল লিখেছেন : আজকের মিলন মেলায় সবাইকে স্বাগতম।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : স্বাগতম আপনাকেও

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আপনাকেও

পবিত্র লিখেছেন :

হারুন আযিযী নদভী লিখেছেন :



জিন্দা শাহ্ জালাল লিখেছেন : গুরুত্ব পূন্য এবং সময় উপযোগি টপিক নিয়ে আসায় আপনাকে ধন্যবাদ। ১ম পছন্দ সহকারে।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনার তরফ থেকে দেয়া প্রথম পছন্দখানা ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। আশা করি বিষয়ের উপর আপনার সুচিন্থিত মতামত উপস্থাপন করবেন।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : সহমত।

ফারহাআঁখি লিখেছেন : সহমত।

পবিত্র লিখেছেন :

হারুন আযিযী নদভী লিখেছেন : সহমত।



সিটিজি৪বিডি লিখেছেন : জালেমদের হাত থেকে মজলুমদেরকে রক্ষা করার জন্য আন্দোলন করতে হবে। তাদেরকে মুক্ত করতে হবে। আর জালিমদেরকে শাস্তি দিতে হবে। জালিমরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেই পদক্ষেপ নিতে হবে।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আস্সালামু আলাইকুম।

আপনাকে স্বাগতম।

জালেমদের হাত থেকে মজলুমদের বাঁচাতে চাই আন্দোলন।

জালিমরা যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য চাই পদক্ষেপ।

সুন্দর বলেছেনৎ্

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। চমৎকার ও যথার্থ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

ফারহাআঁখি লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

হারুন আযিযী নদভী লিখেছেন :



মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম সবাইকে আজকের মিলন মেলায়।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আধা শিক্ষিত মানুষের জীর্ণ কুঠিরে আপনাকে স্বাগতম-আহলান সাহলাম ওয়া মারহাবা।

জিন্দা শাহ্ জালাল লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।



মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ২ নং পছন্দ আমার পক্ষ থেকে

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : পছন্দ খানা গ্রহণ করিলাম অতি আদরে, সম্মাণে আর আন্তুরিকতা দিয়ে।

ফারহাআঁখি লিখেছেন :

পবিত্র লিখেছেন :

হারুন আযিযী নদভী লিখেছেন :



মুফতি আমিনুদ্দীন লিখেছেন : অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি টপিক নিয়ে আজকের মিলন মেলা আয়োজনের জন্য আধা শিক্ষিত মানুষ ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। আশা করি সব সময়ের মতো এ বিষয়ে আপনার সুচিন্থিত অভিমত উপস্থাপন করবেন।

ফারহাআঁখি লিখেছেন :

পবিত্র লিখেছেন : সহমত।

হারুন আযিযী নদভী লিখেছেন : সহমত।



জিন্দা শাহ্ জালাল লিখেছেন : সাবধান! মজলূমের বদদোয়ার ব্যাপারে আল্লাহকে ভয় কর।নিশ্চয় আল্লাহ ও মজলুমের মাঝে কোন পর্দা থাকেনা।

(আল-হাদিস)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মজলুম আর আল্লাহর মাঝে কোন হিজাব নাই-তাহলেতো আমাদেরকে সাবধান হতে হয়।

হাদীসটি শেয়ার করার জন্য আপনাকে মুবারকবাদ।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

তোমরা মাযলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাক। কেননা, মাযলুম এবং আল্লাহর মাঝে কোন দেয়াল নেই । [সহিহ বূখারী:২৪৪৮]

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তথ্যসূত্র সহ হাদীস খানা আবার উল্লেখ করায় মুফতি সাহেবকে ধন্যবাদ।

ফারহাআঁখি লিখেছেন : অনেক ধন্যবাদ

হারুন আযিযী নদভী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।



মুফতি আমিনুদ্দীন লিখেছেন : যুলম শব্দটি আরবী। বাংলায় এর অর্থ অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা বা সীমা অতিক্রম করা।

তাছাড়া আরো অনেক অর্থেই যুলুম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যথা: অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা, কারো চরিত্র হনন করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ করার ব্যবস্থা করা, মিথ্যা মামলা দেয়া, কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, কারো জমি দখল করা, অন্যায়ভাবে চাকরীচ্যুত করাসহ ইত্যাদি কাজ যুলুমের অন্তর্ভুক্ত। তবে যুলুমের বা যালিমের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুফতি সাহেব বিষয়ের ভূমিকা শুরু করেছেন বলে মনে করি। পরবর্তীতে আরো আসবে আশা করি।

ফারহাআঁখি লিখেছেন : আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুফতি সাহেব বিষয়ের ভূমিকা শুরু করেছেন বলে মনে করি। পরবর্তীতে আরো আসবে আশা করি।

হারুন আযিযী নদভী লিখেছেন : খুব ভাল লাগল। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : যুলম, অত্যাচার, নির্যাতন এমন একটি ভয়ানক বিষয় যে, আল্লাহ তা‘আলা যালেমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেননা, এটি একটি জঘন্য অপরাধ, মানবতাবিরোধী কাজ, গুরুতর পাপকাজ, সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্টকারী গর্হিত একটি কাজ । কোন ইমানদার ব্যক্তি কারো উপর যুলম করতে পারে না। যুলুমের কারণে দুনিয়া এবং আখেরাতে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ তা‘আলা বলেন:

‘অতঃপর তোমরা যা বল তারা তা মিথ্যা বলেছে। অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোন সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম করবে তাকে আমি মহা আযাব আস্বাদন করাব।’ [সূরা আল-ফুরকান-১৯]

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সেই আযাব থেকে প্ররিত্রান কামনা করছি।

ফারহাআঁখি লিখেছেন : চমৎকার ও যথার্থ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

হারুন আযিযী নদভী লিখেছেন : চমৎকার কথা বলেছেন। সহমত।

১১

সাদিকরুবেল লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু সবাইকে আধা শিক্ষিত মানুষ মিলন মেলায় সাদিকরুবেলের ব্লগের পক্ষ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস্সালাম। সাদিকরুবেল আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

১২

সাদিকরুবেল লিখেছেন : আজকের বিষয়টি নির্বচন করায় আধা শিক্ষত ভাইকে অনেক ধন্যবাদ। আজ সারা পৃথিবীতে দুই ভাবে ভাগ হয়েছে। একটা মুসলিম উপর দিকে অমুসলিম। ধনী আর দরিদ্র এই দুই শ্রণীর মানুষরা নিপিরন নিষ্পত হচ্ছে। তাই সব মুসলমান ভাইদের এখনই সময় একত্রে হয়ে এর প্রতিকার করা।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সত্যি বলেছেন।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : চমৎকার ও যথার্থ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

ফারহাআঁখি লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

হারুন আযিযী নদভী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩

হাবিবুল্লাহ লিখেছেন : আসসালামু আলিকুম ।আশা করি সবাই ভাল আছেন।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম ইয়া শায়খ। আপনাকে স্বাগতম। আমরা ভাল। আপনি নিশ্চয়ই ভাল আছেন।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

১৪

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : জালেম শব্দটি কুরআনে এসেছে ৫বার।

১. সূরাতুন নিসা-৭৫

২. সুরাতল কাহফ-৩৫

৩. সূরাতুল ফুরক্বান-২৭

৪. সূরাহ ফাতির-৩২

৫. সূরাতুস সাফফাত-১১৩

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।

ফারহাআঁখি লিখেছেন : অনেক ধন্যবাদ

হারুন আযিযী নদভী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।

১৫

হাবিবুল্লাহ লিখেছেন : ৩ নং লাইক বুঝে লন আগে। তারপরে বলেন আপনি জালেম নাকি মজলুম?

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ৩নম্বর লাইটা কে দিল? যে-ই দিক, আমি হাবিবুল্লাহ সাহেবের তরফ থেকেই গ্রহণ করলাম।

আসলে বর্তমানে আমি জালেম না মজলুম তা বুঝতে পারছিনা। তবে আমি মজলুমের দলে থাকতে চাই, মজলুমকে ভালবাসতে চাই, মজলুম হিসাবেই মৃত্যু চাই।

ফারহাআঁখি লিখেছেন : আমার মনে হয় আমরা যেমন যালিম ঠিক তেমনি আমরা মযলুমও। কেননা, নিজেদের উপর যেমন প্রতিনিয়ত যুলুম করছি, তেমনি অন্যায় আর যুলুমের বিরোদ্ধে শক্তি থাকা সত্বেও প্রতিবাদ করছি না। আর মযলুম এজন্য যে, ন্যায় বিচারের জায়গাগুলি থেকে আমরা সর্বদাই ন্যায় বিচার থেকে হচ্ছি বঞ্চিত।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ফারহাআখি সঠিক বলেছেন। যে কথা গুলো আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। খাদিজা আকতার রেজায়ী লিখেছেন

"অনেক কথা বলার ছিল বলতে পারিনি"

হারুন আযিযী নদভী লিখেছেন :

১৬

আবু জারীর লিখেছেন : আসসালামু'আলাইকুম।

আজকের মিলন মেলায় অংশগ্রহনকারী সকল বন্ধুকে শুভেচ্ছা আর আমাকে স্বাগতম।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আহলান সাহলান। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

১৭

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুওয়ত প্রাপ্তির পূর্বকালে নৈতিক স্খলন, অনাচার, মদ, জুয়া, সুদ, ব্যভিচার, চুরি, হত্যাকান্ড, নারী হরণ, চরিত্রহনন ইত্যাদিতে সমাজ ছিল কলুষিত। বিধবা-বিমাতা বিয়ে, সুদ আদায়ে অপারগ গ্রহীতার স্ত্রী-সন্তানকে ক্রীতদাসরূপে বিক্রি, বিজয়ী সেনাদেরকে বিজিত গোত্রের নারীদের অবাধে দেহদান ইত্যাদি ছিল এক পৈশাচিক নারকীয় আনন্দের ব্যাপার।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল অপরাধ দমনের জন্য আল-কোরআনের শিক্ষার বাস্তবায়ন করেন। এবং সকল প্রকার মানবতা বিরোধী তৎপরতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষিদ্ধ করেন।

কিন্তু সময়ের পরিবর্তনে আজ আমরা যতই শিক্ষিত হচ্ছি, আধুনিক হচ্ছি, ততই নৈতিক, চারিত্রিক অবক্ষয়ের সাথে সাথে আমাদের ব্যাক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেই পাশবিকতা, সেই অনৈতিকতা। আর আমরা চলে যাচ্ছি সেই অন্ধকারের অতল গহবরে, যেখান থেকে আমাদেরকে প্রিয় নবীজী সাঃ মুক্ত করেছিলেন। অর্থাৎ বর্তমান সময়টি নতুন জাহিলিয়াতের নমুনা ভিন্ন কিছু নয়।

ফারহাআঁখি লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ইসলামই একমাত্র দ্বীন, যা মানুষকে প্রকৃত মানুষ হতে শিখায়। ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন :

হারুন আযিযী নদভী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৮

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিকে যুলুম এমনভাবে ব্যাপকতা লাভ করেছে, যা থেকে উত্তরণ হওয়া খুবই জরুরী।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : হ্যাঁ খবই জরুরী।

ফারহাআঁখি লিখেছেন : অনেক ধন্যবাদ

হারুন আযিযী নদভী লিখেছেন : হ্যাঁ, অবশ্যই। তবে উপায় ও নিয়ম নীতি কি হবে?

১৯

মুফতি আমিনুদ্দীন লিখেছেন :

প্রিয় ব্লগার! আপনি কি মিলন মেলার ব্যানারে আপনার মূল্যবান লিখাটি প্রকাশ করতে চান? তাহলে আর দেরী কিসের? এখনি জানিয়ে দিন আপনার মতামত।

০২/০৫/২০১২ বুধবার: পোষ্ট (১৪২) সৈয়দ মাহবুব হাসান আমিরী

০৫/০৫/২০১২ শনিবার: পোষ্ট (১৪৩) আধা শিক্ষিত মানুষ

০৭/০৫/২০১২ সোমবার: পোষ্ট (১৪৪) সাদিকরুবেল

০৯/০৫/২০১২ বুধবার: পোষ্ট (১৪৫) হাবিবুল্লাহ

১২/০৫/২০১২ শনিবার: পোষ্ট (১৪৬)

১৪/০৫/২০১২ সোমবার: পোষ্ট (১৪৭)

১৬/০৫/২০১২ বুধবার: পোষ্ট (১৪৮) মুফতি আমিনুদ্দীন

১৯/০৫/২০১২ শনিবার: পোষ্ট (১৪৯)

২১/০৫/২০১২ সোমবার: পোষ্ট (১৫০) হাবীবুল্লাহ আল কাসেম

২৩/০৫/২০১২ বুধবার: পোষ্ট (১৫১) কান্ডারী

২৬/০৫/২০১২ শনিবার: পোষ্ট (১৫২)

২৮/০৫/২০১২ সোমবার: পোষ্ট (১৫৩) ফারহাআখী

৩০/০৫/২০১২ বুধবার: পোষ্ট ১৫৪) হারুন আযিযী নদভী

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুফতি সাহেবকে ধন্যবাদ সিডিউলটা প্রকাশে বিলম্ব না করায়। আজকের মিলন মেলায় যারা এসেছেন তাদের সকলকে চায়ের ব্যবস্থা করবেন আশা করি।

ফারহাআঁখি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ মুফতি সাহেবকে সময়মত সিডিউলটি প্রকাশ করার জন্য।

হারুন আযিযী নদভী লিখেছেন : সময় মত ঘোষণাটি দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

শিখতে চাই লিখেছেন : ১৯/০৫/২০১২ শনিবার: পোষ্ট (১৪৯)

২০

মুফতি আমিনুদ্দীন লিখেছেন :

০৭/০৫/২০১২ সোমবার: পোষ্ট (১৪৪) সাদিকরুবেল

ভাই সাদিক রুবেল! আপনি কি আগামী পর্বের জন্য প্রস্তুত?

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সাদিক রুবেল আশা করি প্রস্তুত। তার জন্য রইল শুভ কামনা। তার জন্য দোয়া রইল। প্রত্যাশা থাকবে তাড়াহুড়া না করে লিখিত পোষ্টটা প্রথমেই প্যানেলের কাছে পাঠিয়ে ভাষাগত ও বানানগত বিষয়টা দেখে নেবেন।

ফারহাআঁখি লিখেছেন : আধা শিক্ষিত মানুষ লিখেছেন : প্রত্যাশা থাকবে তাড়াহুড়া না করে লিখিত পোষ্টটা প্রথমেই প্যানেলের কাছে পাঠিয়ে ভাষাগত ও বানানগত বিষয়টা দেখে নেবেন।

মিলন মেলার নীতিমালাও কিন্তু তা-ই। ধন্যবাদ আধাশিক্ষিত মানুষকে নীতিমালাটি সাদেক রুবেলকে স্মরণ করিয়ে দেয়ার জন্য।

পবিত্র লিখেছেন : শুভ কামনা রইল।

২১

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : যালেমের যুলুমের কারণে ব্যাপক বিপর্যয় দেখা দিবে। এ বিপর্যয় কোন বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির উপর আসবে না, বরং সকলেই এর ভুক্তভোগী হবে। আল্লাহ তা‘আলা বলেন:

‘আর তোমরা ভয় কর ফিতনাকে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু যালিমদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।’ [সূরা আনফাল -২৫]

ফারহাআঁখি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।

২২

ফারহাআঁখি লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম সবাইকে আজকের মিলন মেলায়।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। ফারহানাকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের মিলন মেলায়। আশা করি জ্ঞানময় কমেন্টস দিয়ে মিলন মেলাকে সমৃদ্ধ করবেন।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

২৩

ফারহাআঁখি লিখেছেন : ৪ নং পছন্দ আমার পক্ষ থেকে

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : গ্রহণ করিলাম। আপনার জন্য শুভ কামনা।

পবিত্র লিখেছেন :

হারুন আযিযী নদভী লিখেছেন :

২৪

ফারহাআঁখি লিখেছেন : অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী একটি টপিক নিয়ে আজকের মিলন মেলা আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। সাথে সাথে আপনার মূল্যবান মতামতের প্রত্যাশী।

২৫

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : জুলুম শব্দটি কুরআনে এসেছ ১২বার।

জালেম শব্দটি কুরআনে এসেছে ৫বার।

জালিমুন শব্দটি কুরআনে এসেছে ৩৩বার।

জালিমীন শব্দটি কুরআনে এসেছে ৯১বার।

মজলুম শব্দটি কুরআনে নেই।

২৬

ফারহাআঁখি লিখেছেন : সমাজ ও রাষ্ট্রে যখন যুলুম চলতে তাকে তখন আল্লাহর নেয়ামত সংকুচিত হয়ে যায়।

পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে:

সুতরাং ইয়াহূদীদের যুলমের কারণে আমি তাদের উপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল এবং আল্লাহর রাস্তা থেকে অনেককে তাদের বাধা প্রদানের কারণে। (সূরা আন-নিসা:১৬)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমরা যাতে তা থেকে শিক্ষা নেই।আল্লাহ অফুরন্ত নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই।

হারুন আযিযী নদভী লিখেছেন : যথার্থ বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২৭

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ومن لم يحكم بما أنزل الله فالئك هم الظالمون

আল্লাহ যা নাযিল করেছেন তা অনুযায়ী যারা বিচার ফায়সালা করেনা, তারা জালেম।

হারুন আযিযী নদভী লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে আয়াতে বিশেষ জুলুম বুঝানো হয়েছে।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : হারুন আযিযী নদভী লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে আয়াতে বিশেষ জুলুম বুঝানো হয়েছে।

বিশেষ জুলুম বলতে কি বিস্তারিত শেয়ার করলে অধমেরা উপকৃত হই।

২৮

হারুন আযিযী নদভী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মিলন মেলায় স্বাগতম।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও স্বাগতম।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস্সালাম। নদভী সাহেবকে স্বাগতম আধা শিক্ষিত মানুষের কুঠিরে।

২৯

পবিত্র লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

ফারহাআঁখি লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকেও স্বাগতম।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। পবিত্র আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি?

৩০

হারুন আযিযী নদভী লিখেছেন : ৬ নং পছন্দ আমার পক্ষ থেকে।

ফারহাআঁখি লিখেছেন :

পবিত্র লিখেছেন :

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ৬নম্বর পছন্দটা গ্রহণ করত যতনে রাখিলাম।

৩১

হারুন আযিযী নদভী লিখেছেন : সময়োপযোগী একটি বিষয়ে পোস্ট দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

ফারহাআঁখি লিখেছেন : সহমত।

পবিত্র লিখেছেন : সহমত।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। যদি মেহেরবানী করে বিষয়টি নিয়ে আপনার মতামত শেয়ার করেন---------------

৩২

পবিত্র লিখেছেন : ৫ নং পছন্দটি আমার পক্ষ থেকে।

ফারহাআঁখি লিখেছেন :

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : গ্রহণ করিলাম।

হারুন আযিযী নদভী লিখেছেন :

৩৩

ফারহাআঁখি লিখেছেন : যালিমের শক্তি যতই শক্তিশালী হোক না কেন তার পরাজয় অবশ্যম্ভাবী। আল্লাহ বলেন,

‘অতএব যালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হল।’ (আনআম: ৪৫)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কিন্তু আমরা দেখি চতূর্দিকে জালেমদের জয়জয়কার। তা কেন?

ফারহাআঁখি লিখেছেন : যুলুম করে সাময়িক আনন্দ, কোন প্রাচুর্য বা কোন পদোন্নতি হলে ও যালেমের মত হতভাগা আর কেহ নেই।

আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গরীব কে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরীব লোক। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরীব যে, কিয়ামতের দিন নামায, রোযা ও যাকাত নিয়ে আসবে অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমল নামা দিয়ে দেয়া হবে। এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। [তিরমিযী:২৪১৮]

পবিত্র লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৪

ফারহাআঁখি লিখেছেন : আল্লাহ তা‘আলা যালেমদেরকে আখেরাতে ভয়ানক শাস্তি দিবেন। সূরা বুরুজের ১০ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন:

নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করে, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমরা যারা মজলুম হয়ে পড়ে আছি, তাদের জন্য কি কোন প্রাইজ নাই।

ফারহাআঁখি লিখেছেন : এই নিন আপনার পুরস্কার। হাদিস শরীফে এসেছে: রাসুল সাঃ বলেন:

মুমিনের ব্যাপারটি চমৎকার, তার প্রতিটি কাজই কল্যাণের; মুমিন ছাড়া আর কারও জন্য তা হয় না; নেয়ামত অর্জিত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক এতে কৃতজ্ঞতার সওয়াব অর্জিত হয়। মুসিবতে পতিত হলে ধৈর্যধারণ করে, তাও তার জন্য কল্যাণকর এতে ধৈর্যের সওয়াব লাভ হয়।’ [মুসলিম:২৯৯৯]

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : উফ! পুরস্কারটা দারুন। ধন্যবাদ আপনাকে।

হারুন আযিযী নদভী লিখেছেন : খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ।

পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

৩৫

ফারহাআঁখি লিখেছেন : যালেমের জন্য কিয়ামতের দিন বিরাট মুসিবত রয়েছে, তার জন্য শুধু অন্ধকার আর অন্ধকার । ইমাম বুখারী ও মুসলিম (রহ.) আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

যুলুম-অত্যাচার যালিমের জন্য অন্ধকারের কারণ হবে। অর্থাৎ হাশরের ময়দানে যালিমের চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে।

হারুন আযিযী নদভী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আল্লাহ! আমাকে আমাদেরকে ঐ অবস্থায় ফেলো না প্রভূ।

পবিত্র লিখেছেন : আমীন!!!!!!!!!!!! [-O

৩৬

হারুন আযিযী নদভী লিখেছেন : সারা পৃথিবীর মানুষ আজ দুই ভাগে বিভক্ত। একদল জালেম আর আরেক দল মজলুম।

এই কথার সাথে পুরাপুরী একমত হতে পারলামনা। কারণ কিছু লোক এখনো ন্যায় পরায়ণ আছেন বা জুলুম থেকে নিরাপদ আছেন যদিও তারা সংখ্যায় কম হবেন। কিন্তু তাই বলে সব মানুষকে জালেম বা মজলুম দুই ভাগে ভাগ করা পুরো ঠিক মনে হচ্ছেনা।

ফারহাআঁখি লিখেছেন : কারণ কিছু লোক এখনো ন্যায় পরায়ণ আছেন বা জুলুম থেকে নিরাপদ আছেন যদিও তারা সংখ্যায় কম হবেন।

কিন্তু তারাও তো যালিমের প্রতিকারে এবং মুযলুমের পক্ষে বলিষ্ট কোন ভূমিকা রাখছেন না। তাহলে কি প্রকারান্তরে তারাও যালিম এর অন্তর্ভূক্ত নন?

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তাহলে কি আমরা বলবো-সারা পৃথিবীর মানুষ আজ ৩ভাগে বিভক্ত।

আপনি মেহেরবানী করে বলবেন কি-তৃতীয় শ্রেণী যারা তাদের একটু বিস্তারিত পরিচয় বা উদাহরণ।

হারুন আযিযী নদভী লিখেছেন : অনেকে হয়তো সাধ্য মতে জুলুমের প্রতিবাদ করছেন। কিন্তু তাদের শক্তি না থাকার কারণে তারা হয়ত সাড়া পাচ্ছেননা। মনে করেন দেশের আলেম উলামাগণ আছেন তাদের কেউ কেউ মজলুম হলেও সবাই সেই অর্থে মজলুম নন। আবার তারা দায়িত্ব আদায় করার কারণে জালিমও নন।

পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

৩৭

ফারহাআঁ|

চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :

৩৭

ফারহাআঁখি লিখেছেন : আখেরাতে যালেমের ভাল আমল ছিনিয়ে নেয়া হবে । আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন।

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যদি কোন ব্যক্তি কারো মানহানি বা অন্যকোন বিষয়ে অত্যাচার করে তাহলে সে যেন জীবিত থাকতেই তা ক্ষমা চেয়ে নেয় অথবা অত্যাচার পরিমাণ বিনিময় পরিশোধ করে দেয়। কেননা সে দিন (কিয়ামত) তার নিকট কোন দীনার ও দিরহাম কিছুই থাকবেনা। যদি তার ভাল কোন আমল থাকে তাহলে অত্যাচার অনুপাতে তার থেকে ভাল আমল ছিনিয়ে নেয়া হবে। আর যদি কোন নেক আমল না থাকে অত্যাচারিত ব্যক্তির পাপকে এনে তার উপর চাপিয়ে দেয়া হবে। [সহীহ ইবন হিব্বান:৭৩৬১]

হারুন আযিযী নদভী লিখেছেন : চমৎকার কথা বলেছেন। সহমত।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : খুবই গুরুত্বপূর্ণ হাদীস খানা শেয়ার করায় ধন্যবাদ।

৩৮

হারুন আযিযী নদভী লিখেছেন : এ অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবী। এই দাবী পুরণে আমাদের কি করণীয়? মজলুমের ফরিয়াদে আমাদের পদক্ষেপ আর জালেমের জুলুম বন্ধে আমাদের তৎপরতা কি হতে পারে?

১- জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনগণকে অবহীত করতে হবে।

২- জুলুম উৎখাতের উদ্দেশ্যে মজবুত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

৩- জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৪- মজলুমের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

ফারহাআঁখি লিখেছেন : ৩- জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কে শাস্তি দিবে এবং কিভাবে দিবে?

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : হারুন আযিযী লিখেছেন@

২- জুলুম উৎখাতের উদ্দেশ্যে মজবুত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

৩-জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আমার মনে হয় ৩নম্বর পয়েন্টটি হবে ৪নম্বর আর ৩নম্বর হবেঃ আন্দোলনের মাধ্যমে একটি জালিমমুক্ত একটি সরকার ব্যবস্থা প্রতিষ্টা করতে হবে।

আর তাই যদি হয়, তাহলে ফারহানা আখির প্রশ্নের জবাব এসে যাবে। আর তাহলো-জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে সেই সরকার।

আমি কি বেশী বলে ফেললাম???

হারুন আযিযী নদভী লিখেছেন : এর প্রথম দায়িত্ব মুসলিম সরকারের উপর। তারা যদি দায়িত্ব আদায় না করে তাহলে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বাধ্য করবে। তাও যদি না হয়ে তাহলে আধুনিক অনেক সামাজিক নিয়মে তাকে জুলুম ছাড়তে বাধ্য করবে।

পবিত্র লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৯

হারুন আযিযী নদভী লিখেছেন : আবু যার (রাঃ) বলেনঃ রাসূল (সাঃ) বলেছেনঃ আল্লাহ তাআলা হাদীছে কুদসীতে বলেনঃ

হে আমার বান্দাগণ! আমি জুলুমকে নিজের উপর হারাম করেছি এবং তোমাদের উপরও তা হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পর জুলুম করবে না। (মুসলিম)

ফারহাআঁখি লিখেছেন : অনেক ধন্যবাদ

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : হাদীসে কুদসী খানা মিলনমেলাকে সমৃদ্ধ করিলো। ধন্যবাদ আপনাকে।

পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

৪০

হারুন আযিযী নদভী লিখেছেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

তোমরা জুলুম থেকে বিরত থাকো। কেননা কিয়ামতের দিন জুলুমের পরিণাম হবে অনেক অনেক অন্ধকার। (মুসলিম)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন :

৪১

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমাদের মুফতি সাহেব হঠাৎ নিরব হয়ে গেছেন। আমার মনে হচ্ছে উনি চায়ের ব্যবস্থা করতে গেছেন। আপনারা কি বলেন???

হারুন আযিযী নদভী লিখেছেন : মনে হয় তাই হবে।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আমি একটু হাটতে গিয়েছিলাম ভাই। অতঃপর নামাজ পড়ে এই মাত্র এসে আবার মন্তব্যগুলি পড়লাম। ধন্যবাদ। চায়ের ব্যবস্থা কি হয়েছে? না হলে দেখা যাবে ইনশাআল্লাহ।

পবিত্র লিখেছেন : হুমমমম !!!!!!!!!!!!!!!!!

৪২

হারুন আযিযী নদভী লিখেছেন : জালেমরা তাদের ভয়াবহ পরিণতি অবশ্যই ভোগ করবে, তবে কখনো আস্তে ধীরে-- আল্লাহ তাআলা বলেনঃ

জালেমরা যা করে, সে সম্পর্কে আল্লাহ্কে কখনও বেখবর মনে করো না। তাদেরকে তো ঐ দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, যেদিন চক্ষুসমূহ অবনত হবে। তারা মস্তক উপরে তুলে ভীত-বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। (সূরা ইবরাহীমঃ ৪২-৪৩)

আল্লাহ তাআলা আরো বলেনঃ

আর তোমার পালনকর্তা রব যখন কোন জুলুমপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনিভাবেই ধরে থাকেন। নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠোর। (সূরা হুদঃ ১০২)

আল্লাহ তাআলা আরো বলেনঃ

জালেমরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ? (সূরা শুআরাঃ ২২৭)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মাশকুর।

পবিত্র লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪৩

পবিত্র লিখেছেন : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

“যে ব্যক্তি কারো অর্ধহাত জমিন জবরদখল করবে কিয়ামত দিবসে তার গলায় সাতটি যমিন ঝুলিয়ে দেয়া হবে। (বুখারী ও মুসলিম)

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ।

হারুন আযিযী নদভী লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।

৪৪

হাবিবুল্লাহ লিখেছেন : জুলুম শুধু বড়রা মানে ক্ষমতাবানরা করে তা নয়। আমাদের মধ্যে যাদের অধিনে কাজের লোক আছে তারাও করে। সব জুলুম থেকে বিরত থাকা চায়।

হারুন আযিযী নদভী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমার মনে হয়-

স্বামীকে ভাবতে হবে, তিনি স্ত্রীর প্রতি জুলুম করছেন কি না?

স্ত্রীকে ভাবতে হবে স্বামীর প্রতি জুলুম করছেন কি না?

সন্তানকে ভাবতে হবে মা বাবার প্রতি জুলুম করছেন কি না?

মা বাবা কে ভাবতে হবে সন্তানের প্রতি জুলুম করছেন কি না?

কর্তাকে ভাবতে হবে অধীনস্তদের প্রতি জুলুম করছেন কি না?

শিক্ষককে ভাবতে হবে ছাত্রের প্রতি জুলুম করছেন কি না?

ছাত্রকে ভাবতে হবে শিক্ষকের প্রতি জুলুম করছেন কি না?

প্রজাকে ভাবতে হবে রাজার প্রতি জুলুম করছেন কি না?

রাজাকে ভাবতে হবে প্রজার প্রতি জুলুম করছেন কি না?

হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ ভাই ঠিক বলেছেন।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : হাবীবুল্লাহ ভাইর কমেন্টে তাফসির খুব সুন্দর ভাবেই পেশ করেছেন ভাই আধা শিক্ষিত মানুষ। একদম পূর্ণ শিক্ষিতের মত। ধন্যবাদ।

পবিত্র লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুফতি আমিনুদ্দীন লিখেছেন : হাবীবুল্লাহ ভাইর কমেন্টে তাফসির খুব সুন্দর ভাবেই পেশ করেছেন ভাই আধা শিক্ষিত মানুষ। একদম পূর্ণ শিক্ষিতের মত। ধন্যবাদ।

-এভাবে কেউ সরাসরি প্রশংসা করে নাকি। মুফতি সাহেবদের কথায় জনগনের আস্থা বেশী। পরে যদি আবার মুফাস্সির বলা শুরু করে, তাহলে খবর আছে।

৪৫

পাগল মন লিখেছেন : আসসালামু আলাইকুম।

মিলন মেলাতে এসে অনেকের মন্তব্য আর মন্তব্যের জওয়াব গুলো পড়ে খুব ভাল লাগলো...

হারুন আযিযী নদভী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আধা শিক্ষিত মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি নিয়মিত আসবেন-দাওয়াত থাকলো। মনে রাখবেন আমাদের মিলন মেলা হয় সপ্তাহের প্রতি শনি, সোম আর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায়।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

৪৬

মো: জুলফিকার আলী লিখেছেন : আসসালামু'আলাইকুম।

আজকের মিলন মেলায় অংশগ্রহনকারী সকল ভাই- বন্ধুকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের আন্তরিকতাকে স্বাগত জানাই। ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকে সালাম ও শুভেচ্ছা। আপনার আগমনে আমরা গর্বিত আনন্দিত।

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম আজকের মিলন মেলায়।

পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন মেলায় আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।

৪৭

আবু জারীর লিখেছেন : জালেমদের পরীক্ষা হচ্ছে।

পরীক্ষা হচ্ছে মজলুমদেরও। তারা জুলমের শিকার হয়ে সবর করছে কিনা?

আর আমাদেরও পরীক্ষা হচ্ছে। আমরা কি অগ্নী কুন্ডে ইব্রাহীম (আঃ)কে দেখে আগুন আর একটু বাড়ানোর জন্য ফু দিচ্ছি নাকি নেভানোর জন্য দুফোটা পানি ছিটাচ্ছি।

জালিমদের জুলুম থেকে মজলুমদের উদ্ধার করার সামর্থ যদি আমাদের নাও থাকে আর আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্নয় করে সত্যের পক্ষে অবস্থান নিতে পারি তাহলে আল্লাহর পরীক্ষায় আমরা অবশ্যই পাশ করব কিন্তু যদি বাতিলকেই সত্য মনেকরে তাদের পক্ষে অবস্থান নেই তাহলে জালিমের সাথে আমাদের অবস্থানও আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে।

আল্লাহ আমাদের হেফাজত করুন।

ধন্যবাদ।

পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আবু জারীর অত্যন্ত সুন্দর বলেছেন। আমাদেরকে দাড়াতে হবে মজলুমের পক্ষে যার যা সামর্থ আছে তা নিয়ে।

৪৮

মুফতি আমিনুদ্দীন লিখেছেন :

পবিত্র লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুফতি সাহেব খাবার সহ ফিরেছেন। সাথে লাল চা। মাশা আল্লাহ।

ধন্যবাদ আমার এই জীর্ণ কুঠিরে খাবারের আয়োজন করেছেন এজন্য ধন্যবাদ।

৪৯

মুফতি আমিনুদ্দীন লিখেছেন :

জিন্দা শাহ্ জালাল

আধা শিক্ষিত মানুষ

মুফতি আমিনুদ্দীন

ফারহাআঁখি

পবিত্র

হারুন আযিযী নদভী

সিটিজি৪বিডি

সাদিকরুবেল

হাবিবুল্লাহ

আবু জারীর

পাগল মন

মো: জুলফিকার আলী

আজকের মিলন মেলায় উপস্থিত সকল মেহমানদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কারো নাম বাদ পড়লে অবশ্যই আওয়াজ দিবেন। ধন্যবাদ।

পাগল মন লিখেছেন : >

পবিত্র লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।

পাগল মন লিখেছেন : দু:খিত ভাইয়া... মাঝে মাঝে রেডিমেট মন্তব্য

একটা দিলে আরেকটা আসে।

৫০

আধা শিক্ষিত মানুষ লিখেছেন : উপস্থিতি বিবরণ

আধা শিক্ষিত মানুষের ব্লগ বাড়ীর দরজায় আজ একটি এন্ট্রেন্স রেজিষ্টার রাখা হয়। রেজিষ্টারের বিবরণ অনুযায়ী আজ যারা যখন এসেছেনঃ

১. জিন্দা শাহ জালালঃ যিনি প্রথমেই এসেছেন। উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:০৭

২. সিটিজি৪বিডিঃ উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:১২

৩. মুফতি আমিনুদ্দিনঃ উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:১৯

৪. সাদিকরুবেলঃ উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:৩৯

৫. হাবীবুল্লাহঃ উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:৪২

৬. আবু জারীরঃ উপস্থিতির সময়-সন্ধ্যে ০৭:৪৩

৭. ফারহাআঁখিঃ উপস্থিতির সময়-রাত ০৮:০১

৮. হারুন আযিযী নদভীঃ উপস্থিতির সময়-রাত ০৮:১০

৯. পবিত্রঃ উপস্থিতির সময়-রাত ০৮:১০

১০. পাগলমনঃ উপস্থিতির সময়-রাত ০৮:৫৯

১১. মো: জুলফিকার আলীঃ উপস্থিতির সময়-রাত ০৯:৪৮

আগত সকল শিক্ষিত স্বজনকে সালাম শুভেচ্ছা ও ভালবাসা।

৫১

সরল কথা লিখেছেন : সবার শেষে প্রথম হলাম

৫২

শিখতে চাই লিখেছেন : শেষে আসে সালাম দিয়ে যায়।

বিষয়: বিবিধ

২০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File