কাতারের নতুন আমীর শেখ তামীম ঘোষিত নতুন মন্ত্রী সভা
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ জুন, ২০১৩, ০৪:২৬:১১ বিকাল
কাতারের নব নিযুক্ত আমীর শাইখ তামীম বিন হামাদ আল থানী নতুন মন্ত্রী সভা ঘোষনা করেছেন। শায়খ আব্দুল্লাহ বিন নাসির আল থানীর নেতৃত্বে ঘোষিত ২০ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভা নিম্নরূপঃ
১) শাইখ আব্দুল্লাহ বিন নাসির আল থানী (প্রধানমন্ত্রী; দফতর-স্বরাষ্ট্র মন্ত্রনালয় )।
২) সাইয়্যিদঃ আহমদ বিন আব্দুল্রাহ আলে মাহমুদ (উপ প্রধানমন্ত্রী; দফতর-মন্ত্রী পরিষদ বিভাগ)।
৩) ড. খালিদ বিন মুহাম্মদ আল আতীয়া (পররাষ্ট্র মন্ত্রনালয়)।
৪) মেজর জেনারেল হামাদ বিন আলী আল আতিয়া (প্রতিরক্ষা মন্ত্রনালয়)।
৫) শাইখ আব্দুর রাহমান বিন খলিফা আল থানী (স্থানীয় সরকার ও পরিকল্পনা মন্ত্রনালয়)।
৬) ড. মুহাম্মদ সালেহ আল সাদাহ (বিদ্যুৎ, খনিজ সম্পদ ও ইন্ডাস্ট্রী মন্ত্রনালয়)
৭) সাইয়েদঃ আলী শরীফ আল ইমাদি (অর্থ মন্ত্রনালয়)।
৮) ড. হামাদ আব্দুল আজীজ আল কাওয়ারী (সাংস্কৃতিক মন্ত্রনালয়)।
৯) সাইয়েদ আব্দুল্লাহ খালিদ আল কাহতানী (স্বাস্থ্য মন্ত্রনালয়)।
১০) ড. গাইছ বিন মুবারক আল কাওয়ারী (ধর্ম মন্ত্রনালয়)।
১১) সাইয়েদঃ ছালেহ বিন গানিম আল আলী (ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রনালয়)
১২) শাইখ আহমদ বিন জাসিম আল থানী (বানিজ্য মন্ত্রনালয়)
১৩) ড. হাসান লাহদান আল মুহান্নাদি (আইন মন্ত্রনালয়)
১৪) ড. ঈসা সা'দ আল নাঈমী (খাদ্য মন্ত্রনালয়)
১৫) ড. হাচ্ছাহ সুলতান আল জাবির (টেলিযোগাযোগ মন্ত্রনালয়)
১৬) ড. সালেহ মুহাম্মদ আল নাবিত (পরিসংখ্যান মন্ত্রনালয়)
১৭) সাইয়েদঃ মুহাম্মদ আব্দুল ওয়াহিদ আল হাম্মাদ (শিক্ষা মন্ত্রনালয়)
১৮) সাইয়েদঃ আব্দুল্লাহ সালেহ আল খুলাইফী (শ্রম মন্ত্রনালয়)।
১৯) সাইয়েদঃ আহমদ আমির আল হুমাইদী (পরিবেশ মন্ত্রনালয়)।
২০) সাইয়েদঃ জাসিম সাঈফ আল সুলাইতি (পরিবহণ মন্ত্রনালয়)।
তথ্য সুত্রঃ স্থানীয় আরবী পত্রিকা আল শারক
বিষয়: বিবিধ
১৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন