সুপ্রিয় ব্লগার! আমি অত্যন্ত দূঃখিত, জানিনা তোমার লেখাটি আমার পড়া হবে কি না।
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৯ জুন, ২০১৩, ০২:৪৮:৪০ রাত
সুপ্রিয় ব্লগার! আস্সালামু আলাইকুম। স্ক্রিন শর্ট নেয়া ছবিটা দেখেই আমার ব্লগের হালত আশা করি বুঝতে পারছেন। আমি অত্যন্ত আবেগাপ্লুত এজন্য যে, কিছু ব্লগার ভাই বোন তাদের প্রিয়জনদের মাঝে আমাকে ঠাই দিয়েছেন। উনারা উনাদের অতি সুন্দর লিখাটি আমাকে পড়ার আমন্ত্রণ জানিয়ে থাকেন প্রায়ই। কিন্তু আমি উনাদের সেই আমন্ত্রণে সাড়া দিতে পারিনা বলে বর্তমানে আমার ব্লগে আমন্ত্রণ সংখ্যা মাত্র ৪২৮টি।
এসবিতে ডিলিট করার একটা সুবিধা ছিল। এখানে সেই সুবিধাটাও নাই। কোন ব্লগারকে বার্তা পাঠিয়ে কিছু বলবো সে সুযোগও নাই। অনেক ব্লগার মনে করেন যে, উনার লেখাটা পড়েছি, কিন্তু মন্তব্য করিনি। কিন্তু প্রকৃত পক্ষে নুন আনতে পানতা ফুরিয়ে যাওয়া মানুষেরা সময় খুব কমই পায়। আমি তাদেরই একজন। তাই সময় হয়না সব কটি লেখা পড়ার।
প্রিয় ব্লগার! তাই আমি অত্যন্ত দূঃখিত । জানিনা তোমার লেখাটি আমার পড়া হবে কি না। যদি পড়তে না পারি, তাহলে ক্ষমা করে দেবেন কিন্তু।
বিশেষ জ্ঞাতব্যঃ আমার ব্লগে অদেখা মন্তব্য ২টি আশা করি সকলের চোখে পড়েছে। ওটা দেখার জন্য যখনই ক্লিক করি, তখন দেখি কিছুই নাই। সম্পাদক ভাইয়া বিষয়টা একটু খেয়াল করবেন আশা করি।
বিষয়: বিবিধ
২৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন