আল্লাহ বললেনঃ দুনিয়ার মানুষ নামাযে হাত উঠানো বাদ দিয়ে দিয়েছে---------------
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৬ জুন, ২০১৩, ০৪:৩৬:৫৫ রাত
কথা হচ্ছিল এক হানফি আর এক আহলে হাদীসের মধ্যে। প্রিন্সিপাল সাহেব কোন কথা না বলে বসে বসে শুনছিলেন। অনেক কথা অনেক বক্তব্য অনেক ঝগড়াঝাটি। অবশেষ ফায়সালা ছাড়াই বৈঠকের সমাপ্তি।
প্রিন্সিপাল সাহেব হঠাৎ বললেনঃ আমার কিছু কথা ছিল। তিনি বললেন, কুরআন হাদীসে কি কোথাও নবী প্রেরণের উদ্দেশ্য সম্পরকে আলোচনা করতে গিয়ে বলা হয়েছেঃ
১। হে মুহাম্মদ সা: দুনিয়ার মানুষ নামাযে বারবার হাত উঠানো বাদ দিয়ে দিয়েছে। ওরা অলস হয়ে গিছে। অতএব যাও, ওদের রাফয়ে ইয়াদাইন শিক্ষা দাও।
২। হে নবী সা। মানুষ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া বাদ দিয়ে দিয়েছে। যাও ওদের সুরা ফাতেহা পড়া শিখাও।
৩। হে আল্লাহর রাসূল! ওরা ইকামতে জোড়া জোড়া করে বলছেনা। যাও ওদের ইকামাত শিক্ষা দাও।
এর পর প্রিন্সিপাল সাহেব বললেনঃ আজ সারা বিশ্বে মুসলমানদের অবস্থা কাহিল। বাংলাদেশে মুসলমানরা আজ নিদারুন মুসিবতে। আপনারা এতক্ষণ এ বিষয়ে কিছুই বললেন না। আপনাদের আলোচনা থেকে আমার মনে হচ্ছে আল্লাহর রাসূল কি ঐ কারণে এসেছিলেন? না দ্বীনকে বিজয়ী করার জন্য এসেছিলেন?
প্রিন্সিপাল সাহেবের এই কথায় দুই বান্দা রীতিমতো চুপ হয়ে গেলেন।
বিষয়: বিবিধ
১৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন