Rose Roseমিলন মেলা পোষ্ট {০২}-বিষয়ঃ প্রবাস জীবনRose Rose

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ এপ্রিল, ২০১৩, ০৭:০৩:১২ সন্ধ্যা

((মিলন মেলা-এর পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে আধা শিক্ষিত মানুষের ব্লগ থেকে মিলন মেলার পোষ্ট দেয়া হলো। পোষ্ট লিখেছেন "মিলন মেলা"))

আস্সালামু আলাইকুম।

ব্লগারদের প্রাণবন্ত আড্ডা “মিলন মেলা” এর ২য় আসরে সবাইকে সুস্বাগতম। আড্ডার আজকের বিষয়ঃ প্রবাস জীবন

প্রবাসীদের জীবনে রয়েছে নানাবিধ সমস্যা। আসা যাওয়ার পথে বিমান বন্দর, জনশক্তি মন্ত্রনালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়, রিক্রটিং এজেন্সী, ভেজাল ভিসা, স্পন্সর, থাকার পরিবেশ-এর সাথে আপনজন বিহীন স্বেচ্ছা নির্বাসনের এক বাস্তবতা।

এর মাঝেও আছে তৃপ্তি দায়ক অনেক কিছু। দেশের জন্য আমরা নাকি অনেক কিছু করছি। আমাদের মাধ্যমে আল্লাহ রিযিক দিচেছন হাজারো বনি আদমকে। পরিবারে আমাদের রয়েছে আলাদা একটি মূল্যায়ন।

ইত্যাদি বিষয় আমরা শেয়ার করবো আজকের মিলন মেলায়। তাহলে আর দেরী কেন! শুরু হোক বিসমিল্লাহ বলে।

লক্ষনীয়ঃ

মিলন মেলা-সবার জন্য উম্মুক্ত, তবে নাস্তিকদের ‘না’ বলে।

মিলন মেলা-অশ্লীল ও রুচিহীন মন্তব্য গ্রহণ করেনা।

মিলন মেলা-জ্ঞান পিপাসু আর সৃজনশীল ব্লগারদের মতবিনিময়ের প্লাট ফরম।

বিশেষ জ্ঞাতব্যঃ

আস্সালামু আলাইকুম এবং কেমন আছেন জাতীয় সম্ভাষণ একবারের বেশী না হওয়াই উত্তম।

[url href="http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/3590/h_wbangladesh/12339" target="_blank"]মিলন মেলা পোষ্ট [০২] পড়তে এখানে ক্লিক করুন।[/url]

বিষয়: বিবিধ

২১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File