১৪ ফেব্রুয়ারী কেন এই উন্মাদনা

লিখেছেন লিখেছেন আবু তাসনীম ইমদাদ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৩:৩৯ রাত

ভালোবাসা দিবস নামে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারীতে বিশ্বজু়ডে চলে উদোম বেহাপনা, বেলেল্লাপনা প্রতিয়োগতা। পথে-ঘাটে, রেস্তোরা-রেস্টুরেন্টে, সবখানে পশুর কায়দায় চলে রঙলিলা। অবৈধ কার্য় কালাপে কলেজ-ভার্সিটি আর পার্কগুলোর তৃনলতা লজ্জায় হেট যায়।

এহেন অবস্থা দর্শনে বনের পশু-পাখিরাও আমাদেরকে যেন ধিক্কার জানায়। অপমানবোধ করে গোটা সৃস্টি।

হে বন্ধু! আনরা তো মানুষ....

আমাদেরেকই তো বলা হয়েছে সৃস্টির সেরা!

মুসলিম পরিচয় নিয়ে কিভাবে বিবেক বিবর্জিত এজাতীয় অপকর্মে নিমগ্ন হই।

সর্বকালের সেরা আদর্শ আখেরী নবী(স) এর উসওয়ায়ে হাসানাকে অবমূল্ায়ন কিভাবে পারি দুশমনদের সাংস্কৃতিকে গ্রহন করতে।

ফিরে আসতে হবে।

সময় ফুরিয়ে যাবার আগেই নিজেরটা করতে হবে।

আহ! কিভাবে ধ্বংস হচ্ছে ব্ ক্তি, পরিবার ও সমাজ।

যেন দেখার নেই কেউ।

পরিশেষে ঘৃনা জানাই তাদের প্রতি যাদের সাহায্য, সহযোগিতা ও অপপ্রচারে কোমল প্রানের কিশোর-কিশোরী ও তরুন-তরুনীরা দিকভ্রষ্ট হচ্ছে।

বিশেষ ভাবে উল্লেখ করছি শফিক রেহমান এর নাম। এই নরপশুই প্রথম ১৯৯৩ সালে এ দেশের তরুন-তরুনীকে এই পথে প্ররচিত করে।

ইয়া আল্লাহ! আমাদের ঈমান-আমলকে হেফাযত করুন। আমীন

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File