সালমান এফ রহমান সহ কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপি ও প্রতিষ্ঠানের নাম নাই কেন ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ জুলাই, ২০১৭, ০৩:৩৩:৫০ দুপুর



মূল ঋণ খেলাপি ও প্রতিষ্ঠানের নাম নাই কেন ?

সালমান এফ রহমান সহ কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপি ও প্রতিষ্ঠানের নাম বাদ দিয়ে জনগণের টাকা লুটপাটে সহায়তা করা হচ্ছে।




সংসদে শীর্ষ ১০০ ঋণ খেলাপি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ

০১৭ সালের এপ্রিল মাস ভিত্তিতে এ হিসাব দেয়া হয়েছে। শীর্ষ ঋণ খেলাপিদের মধ্যে রয়েছে ...

মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রাইভেট) লিঃ, জাসমির ভেজিটেবল অয়েল লিঃ, ম্যাক্স স্পিনিং মিলস লিঃ, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ,

ঢাকা ট্রেডিং হাউজ, আনোয়ার স্পিনিং মিলস, ইয়াসির এন্টারপ্রাইজ, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিঃ, এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিঃ,

আলপা কমপোজিট টাওয়েলস লিঃ, ওয়েসটার্ন মেরিন শিপইয়ার্ড লিঃ, ম্যাক ইন্টারন্যাশনাল, হল মার্ক ফ্যাশন লিঃ, মন্নু ফেব্রিকস লিঃ, ফেয়ার ট্রেড ফেব্রিকস লিঃ, সাহারিশ কমপোজিট টাওয়েল লিঃ, নুরজাহান সুপার অয়েল লিঃ, সালেহ কার্পেট মিলস লিঃ,

এস কে স্টিল, চৌধুরী নিটওয়্যারস লিঃ, রাংকা সোহেল কমপোজিট টেক্সটাইল মিলস লিঃ, টি এন্ড ব্রাদার্স নিট কমপোজিট লিঃ, তানিন এন্টারপ্রাইজ ইউনিট।

রহমান স্পিনিং মিলস লিঃ, এস শিপিং লাইন, হাজি ইসলাম উদ্দিন শিপিং মিলস লিঃ, গ্রামবাংলা এন পি কে, ফার্টিলাইজার এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, টেলি বার্তা লিঃ, কটন কর্পোরেশন,

ভার্গো মিডিয়া, সোনালী জুট মিলস লিঃ, এক্সপার টেক লিঃ, এমবিএ গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিঃ, ওয়ালমার্ট ফ্যাশন লিঃ,

ওয়ান ডেনিম মিলস লিঃ, এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিঃ, হিমালয়া পেপার এন্ড বোর্ড লিঃ, ইমদাদুল হক ভুইয়া, এম কে শিপ বিল্ডার্স এন্ড স্টিল মিলস লিঃ,

রাংকা ডেনিম টেক্সটাইল লিঃ, ম্যাক শিপ বিল্ডার্স লিঃ, বিশ্বাস গার্মেন্টস লিঃ, মাস্টার্ড ট্রেডিং, হিনবুল ওয়ালি টেক্সটাইল লিঃ, ইসলাম ট্রেডি কনসোর্টিয়াম লিঃ, ক্যাপিটাল বনানী ওয়ান লিঃ, মেরিন ভেজিটেবল অয়েল লিঃ, আরজান কার্পেট এন্ড জুট ওয়েভিং লিঃ, এ জামান এন্ড ব্রাদার্স,

ওরনেট সার্ভিস লিঃ, দোয়েল এ্যাপারেলস লিঃ, আশিক কমপোজিট টেক্সটাইল মিলস লিঃ, মুন বাংলাদেশ লিঃ, মোস্তফা পেপার কমপ্লেক্স লিঃ, এইচ আর স্পিনিং মিলস প্রাইভেট লিঃ, বিসমিল্লাহ টাওয়েল লিঃ, কেয়া ইয়াং মিলস লিঃ, তাবাসসুম এন্টারপ্রাইজ, এ্যাপেক্স ওয়েভিং এন্ড ফিশিং মিলস লিঃ,

দি ওয়েল টেক্স লিঃ, ডেল্টা সিস্টেমস লিঃ, জাহিদ এন্টারপ্রাইজ লিঃ, হিলফুল ফুজল, সমাজকল্যাণ সংস্থা, মুজিবুর রহমান খান, নিউ রাখি টেক্সটাইল মিলস লিঃ, আলী পেপার মিলস লিঃ, অল টেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ,

নর্দান ডিসটিলারিজ লিঃ, লাকি শিপ বিল্ডার্স লিঃ, যমুনা এগ্রো কেমিক্যাল, মাকসুদা স্পিনিং মিলস লিঃ, শাপলা ফ্লাওয়ারস মিল, সিদ্দিক এন্ড কোম্পানি লিঃ, যমুনা এগ্রো কেমিক্যাল, মনোয়ারা ট্রেডিং, একে জুট কোং, মাহবুব স্পিনিং লিঃ।

আল-আমিন ট্রেড এন্ড বিস্কুট লিঃ, প্রোফিউশন ট্রেক্সটাইল লিঃ, মা টেক্স, সুপার সিক্স স্টারশিপ ব্রেকিং ইয়ার্ড, টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিঃ, বিসমিল্লা টাওয়েলস লিঃ, সর্দার এ্যাপারেন্স লিঃ,

জেট এন্ড জে ইন্টারন্যাশনাল, বিশ্বাস ট্রেক্সটাইল লিঃ, মডার্ন স্টিল মিলস লিঃ, নিউ অটো ডিফাইন, আনিকা এন্টারপ্রাইজ, ডি আফরোজ সোয়েটার্স ইন্ডাস্ট্রিজ লিঃ, মোবারক আলী স্পিনিং লিঃ, আপিল জুট মিলস লিঃ, রেজা জুট ট্রেডিং, আর কে ফ্রুট লিঃ, আলফা টোবাকো মেনুঃ কোম্পানি লিঃ,

ফেডার এক্সপো ওয়েভিং মিলস লিঃ, কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড রিচার্স সেন্টার লিঃ এবং ফিয়াজ এন্টারপ্রাইজ।



রাজনৌতিক নিয়োগকৃত পরিচালনা পর্ষদ কেন ধরাছোয়ার বাহিরে ?


সরকারি বেসরকারি ব্যাংক কর্তাব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে যারা লুটপাট করেছে তাদের পরিচয় এরই মধ্যে কিছু কিছু সংবাদ মাধম্যে প্রকাশিত হয়েছে। তাদের নাম তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায় ?

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383544
১২ জুলাই ২০১৭ রাত ১০:০৯
হতভাগা লিখেছেন : লুটের টাকা একা একা কেউ খেতে পারে না । সবাই ভাগ বাটোয়ারা করে নেয় । একজন ফাঁসলে তাকে সেভ করার জন্য সিস্টেম অন হয়ে যায় । সিস্টেম চালু রাখার জন্যই সবাই একাট্টা থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File