শেখ রেহানার মেয়ে বিদেশী নাগরিক টিউলিপ সাধারণ নির্বাচনের আগেই ইসরাইলকে সমর্থন করার অঙ্গীকার করেছিলেন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ জুলাই, ২০১৭, ১২:৪৩:৫৯ দুপুর



হ্যাম্পস্টেড এবং কিলবার্ন এমপি টিউলিপ সিদ্দিক সাধারণ নির্বাচনের আগেই ইসরাইলকে সমর্থন করার অঙ্গীকার করেছিলেন।

'আমরা ইসরাইলকে বিশ্বাস করি' এবং 'ইসরাইল-ব্রিটেন জোট' নামক দুইটি সংগঠন ২১৬ জন ইংল্যান্ডের সংসদ সদস্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে, যারা ইসরাইলের স্বার্থরক্ষায় কাজ করবে বলে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। টিউলিপ সিদ্দিক ইসরাইলের স্বার্থরক্ষার জন্য ঐ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

শেখ রেহানার মেয়ে বিদেশী নাগরিক টিউলিপ নির্বাচনী ইশতেহার অনুযায়ী,এখন তাকে ইসরা্ইলি স্বার্থে কাজ করতে হবে।


চুক্তিপত্রের সারকথা হচ্ছে :’যদি যুক্তরাজ্যের সংসদ নির্বাচিত হই তবে আমি অঙ্গীকারবদ্ধ ...

১) যারা ইসরাইলকে অবৈধ রাষ্ট্র মনে করে তাদের বিরোধিতা করা ।

২) যুক্তরাজ্যের ঐসব জনগণের অধিকার সমর্থন করা যারা ইসরাইলি সংস্কৃতি পছন্দ করে এবং ব্যবসা, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাথে যোগাযোগ বৃদ্ধি করে।

৩) যারা সত্যিকার অর্থেই ইসরাইল ও তার প্রতিবেশীদের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদের সমর্থন করা।

৪) ইসরা্ইল একটি স্বাধীন রাষ্ট্র এবং সংসদীয় গণতন্ত্র যা সকল নাগরিকের কাছে তাদের ধর্ম অনুশীলন করার এবং জেরুজালেম স্বাধীনভাবে বিচরণ করতে পারে তার সর্বাত্মক সহযোগিতা করা।

৫) ইসরা্ইলি স্বার্থসংরক্ষণকারী সংগঠন ইন্টারন্যাশনাল হলকাস্ট রেমেমব্রেন্স এলায়েন্সকে সমর্থন করা যারা ইহুদিবিদ্বেষ বিরুদ্ধে কাজ করছে।

৬) ইসরাইলের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য এইচএম সরকারকে উৎসাহিত করা যাতে উভয় দেশের জনগণের জন্য বিনিয়োগ এবং চাকরি বাড়ানো যায়'।

গত ৮ জুন টিউলিপ সিদ্দিক পুনরায় ইংল্যান্ডের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী,এখন তাকে ইসরা্ইলি স্বার্থে কাজ করতে হবে।

It has emerged that the Hampstead and Kilburn MP Tulip Siddiq signed a pledge to support Israel just before the general election.

The “We Believe in Israel” and the “Israel Britain Alliance” organisations published a list of 216 election candidates who signed a Pledge for Israel. Siddiq’s name was on it.

The Pledge stated: “If elected to the United Kingdom Parliament I pledge…

* To oppose the extremists who challenge Israel ’s right to exist.

* To support the right of people in the United Kingdom to enjoy Israeli culture and promote business, educational, religious and other connections with the Jewish State without fear of discrimination, boycotts, harassment and/or intimidation.

* To support those who genuinely seek to promote and establish a permanent, just and comprehensive peace between Israel and its neighbours.

* To celebrate the fact that Israel is a free society and parliamentary democracy that extends to all its citizens the right to practice their religion and have access to religious sites in Jerusalem.

* To support the International Holocaust Remembrance Alliance (IHRA) working definition of antisemitism.

* To encourage HM Government to promote trade with Israel that will increase investment and jobs for people in both countries.”

বিষয়: বিবিধ

১৬৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383479
০২ জুলাই ২০১৭ দুপুর ০৩:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুসলমানের রক্ততো ওদের শরীরে নাই। সময় এসেছে এদের জবাব দেওয়ার। ধন্যবাদ আপনাকে
383501
০৪ জুলাই ২০১৭ রাত ০৯:০৪
হতভাগা লিখেছেন : বঙ্গবন্ধুর বংশধরদের মধ্যে হাসুবুর পর আওয়ামী লীগের হাল ধরার কেউ নেই । টিউলিপ+ববি এবং জয়ভায়া+পুতুলাপ্পি এরা কি কেউ দেশে এসে থাকবে এবং রাজনীতি করবে ফুল সুইংয়ে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File