রক্ষিবাহিনী , গনবাহিনীর হত্যযজ্ঞের ইতিহাস জাতি জানতে চায়।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ জুন, ২০১৭, ০২:২৯:৪৮ দুপুর
রক্ষীবাহিনীর ইতিহাস প্রচার ও প্রকাশ করতে হবে।
রক্ষিবাহিনী , গনবাহিনীর হাতে নিহত মুক্তিযোদ্ধাদের তালিকাও জানতে চায় প্রজম্ম।
জাতীয় দাবি।
(১) একদলীয় বাকশালের বিচার করা।
(২) বাংলাদেশের প্রথম ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ বাতিল করে রক্ষী বাহিনীর গণহত্যার বিচার করা।
(৩) জাসদের নিষিদ্ধ জঙ্গি গণবাহিনীর নারকীয় তান্ডব, বোমাবাজি , ডাকাতির , গণহত্যার বিচার করা। বাংলাদেশে প্রথম কোন বিদেশী দূতাবাসে হামলা , কূটনৈতিক কে অপহরণ ও জিম্মি করতে যেয়ে দূতাবাসের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত জাসদের নিষিদ্ধ জঙ্গি গণবাহিনীর কর্মীদের কমান্ডারদের বিচার করা।
(৪) বাংলাদেশের বুকে যুদ্ধ ছাড়া ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সাধারণ জনগণের উপর নির্বিচারে গণহত্যার বিচার করা।
(৫) যুদ্ধবন্দি নিরীহ বিহারীদের উপর বর্বরতা এবং ভারতে বিশেষ এলাকায় আরাম আয়েসে থেকে দেশে ফিরে চেতনার দাবিদার চক্রকে আটক করা , বিচারের আওতায় আনা।
(৬) ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত দলীয় প্রভাবে লুটপাট , অনৈতিক কার্যকলাপ , ভারতের পতিতা পল্লীতে আটক বিশেষ দলের নেতাদের বিচার করা।
রক্ষীবাহিনীর বর্বরতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে । রক্ষীবাহিনীর বর্বরতার সাথে জড়িতদের দায়মুক্তি দেয়া আইন বাতিল করতে হবে।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন