উড়োজাহাজেও ভারতীয়রা এখনো আদিম মানুষের অভ্যাস ছাড়তে পারেনি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ মার্চ, ২০১৭, ১২:৪৮:২৫ দুপুর
শুধুমাত্র ভারতীয়দের সঠিক উপায়ে শৌচাগার ব্যবহারের অভ্যাস জানা না থাকার কারণে প্রতিবছর কয়েক লাখ রুপি ক্ষতির সম্মুখীন হচ্ছে বিমান সংস্থাগুলো। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়।
নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে যাতায়াত করেও ঠিকমতো শৌচাগার ব্যবহার করতে পারছে না বেশিরভাগ ভারতীয়। অন্যান্য দেশের যাত্রীদের মধ্যে টয়লেট ব্লক করার এই প্রবণতা দেখা গেলেও ভারতীয়দের মধ্যেই এই সমস্যা সবচেয়ে বেশি বলে জানায় দেশটিরও একাধিক গণমাধ্যম।
বিমানের শৌচাগার ব্যবহারের পদ্ধতি জানা না থাকার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে বিমান সংস্থাগুলোর। এই কীর্তির কারণে শুধুমাত্র শৌচাগার মেরামত করতে নির্দিষ্ট স্টপের বাইরে গিয়ে প্রায়ই নামাতে হচ্ছে বিমান। আসলে বন্ধ টয়লেটের আড়লে একজন কী করবেন, তা বাইরে থেকে বোঝা অসম্ভব। আন্তর্জাতিক উড়ানে প্রায়শই এই অভিজ্ঞতার সন্মুখীন হয় ভারতের উড়ানসংস্থা এয়ার ইন্ডিয়া।
বিমানের টয়লেটে প্লাস্টিকের বোতল, কাগজের কাপ, ডায়পার, টিসু পেপার ফেলে আসা ভারতীয় যাত্রীদের নিয়মিত ব্যাপার। এর ফলে কমোডের ফ্লাস সিস্টেম আটকে গিয়ে টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর কমোডের মুখে কী আটকেছে তা খুঁজে বের করে, তা সরিয়ে ফ্লাস সিস্টেম মেরামত করে আবার বিমান ওড়াতে অনেক দেরি হয়ে যায়।
Indians’ lack of toilet hygiene delays long-haul flights, bleeds airlines
http://toi.in/UtOBmY14 via @timesofindia
এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে মাসে ৩০-৬০টি এ ধরনের ঘটনা ঘটে বলে জানায় প্রতিষ্ঠানটি। এমন অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু সচেতনতামূলক প্রচার শুরু করেছে এয়ার ইন্ডিয়া। যদিও এতে সমস্যার খুব বেশি সুরাহা হয়নি।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন