সাগর রুনি হত্যার বিচার ? ২৪ ঘন্টা ৫ বছরের বেশি সময় ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:৫৩:৩৪ সকাল



২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সাংবাদিক মেহেরুন রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির রক্তাক্ত লাশ মেলে। আঁতকে ওঠা এমন খবর শোনার পর দেশের মানুষের মনে তখন দুটি প্রশ্ন— সাগর-রুনি দম্পতির খুনি কারা? কেন তারা নৃশংস খুনের শিকার হলেন? এমন দুটি প্রশ্নের জবাবে তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন, ‘স্রেফ ৪৮ ঘণ্টা, এই সময়ের মধ্যেই খুনিরা ধরা পড়বে। খুনের কারণও জানা যাবে। ’ হত্যার রহস্য শুরু সেই থেকে। ৪৮ ঘণ্টার সেই আলটিমেটাম শেষ হলো না ৫ বছরের ও বেশি সময়ে।

তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দিয়েছিলেন ৪৮ ঘণ্টার প্রতিশ্রুতি। এর মধ্যেই খুনিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছিলেন তিনি। এ সময় শেষ হওয়ার আগেই তত্কালীন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, ‘তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে’। কিন্তু সেই ৪৮ ঘণ্টা পেরিয়ে ৫ বছরের ও বেশি সময়।

২০১২ সালের ৯ অক্টোবর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেফতারের ঘোষণা দেন। এর মধ্যে পাঁচজন রফিকুল, বকুল, সাইদ, মিন্টু ও কামরুল হাসান ওরফে অরুণকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিত্সক নারায়ণচন্দ্র রায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই বছর আগস্টে গ্রেফতার করে ডিবি ও র‌্যাব।

সাগর-রুনি হত্যাকাণ্ডে তাদের গ্রেফতার দেখানো ছাড়াও সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীর ও বাসার নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পালকেও গ্রেফতার দেখানো হয়। কিন্তু দফায় দফায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি তদন্ত সংস্থা র‌্যাব। পরে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, সাগর-রুনির বাসার পলাতক দারোয়ান এনামুল হক ওরফে হুমায়ূনকে ধরতে পারলে হত্যাকাণ্ডের রহস্যজট খুলে যাবে। এ জন্য এনামুলকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি এনামুলকে গ্রেফতার করা হলেও খোলেনি রহস্যজট।

এর আগে ২০১২ সালের ১২ জুন ও ১৭ জুলাই দুই দফায় সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি ফরেনসিক ল্যাবরেটরিতে। আলামতের তালিকায় ছিল হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি, ছুরির বাঁট, সাগরের মোজা, একটি কম্বল, সাগরের পরনের প্যান্ট, সাগরের হাত-পা যে কাপড় দিয়ে বাঁধা হয়েছিল সেই কাপড় ও রুনির পরনের টি-শার্ট। প্রথম দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব আলামত থেকে দুজন ব্যক্তির সম্পূর্ণ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। পরে এ দুই ব্যক্তির প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখার জন্য এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীর, দুই নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল ও এনামুল ওরফে হুমায়ূন কবীর এবং পাঁচ ডাকাত রফিকুল, বকুল, সাইদ, মিন্টু ও কামরুল হাসান ওরফে অরুণের চুল ও লালা সংগ্রহ করে পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সে সময় বলা হয়েছিল, এ আলামত পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তদন্ত নতুন মোড় নেবে।

আদালতের সূত্র অনুযায়ী, আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। আর মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত চারবার পরিবর্তন হয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া আটজনের মধ্যে পাঁচজনই এখন জামিনে আছেন।

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে দেশের সাংবাদিক সংগঠনগুলো প্রথম দিকে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকলেও এখন অনেকটাই ঝিমিয়ে গেছে।

মন্ত্রী বা পুলিশের ডিবি ও র‌্যাব ‘যে কোনো সময়’ বা ‘শিগগির’ কবে আসবে তা কেউ জানে না।

তদন্তে ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে আলোচিত হওয়া সেই পুলিশপ্রধান অবসরে গেছেন। থানা থেকে দেশের বিভিন্ন সংস্থা হয়ে মামলার তদন্ত ঘুরেছে সুদূর মার্কিন মুলুক পর্যন্ত। কবর থেকে লাশ তোলা শুধু নয়, তদন্তের সব কটি শাখা-প্রশাখায় বিচরণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ফল শূন্য। ঘটনার পর দুটি প্রশ্নের অবস্থান যেখানে ছিল, চার বছর পরের অবস্থানও সেই একই স্থানে। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, তদন্তকাজ শেষ হয়নি। এটি স্পর্শকাতর মামলা। ভেবেচিন্তে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের চার বছরের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই পুরনো কথা আবারও বললেন। গতকাল জয়পুরহাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো সময় সাগর-রুনির হত্যার রহস্য আমরা জানতে পারব। কে, কীভাবে, কেন তাদের হত্যা করল এবং এর পেছনে কী ছিল সবই জানা যাবে ?

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381774
০৯ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওদের বিচার করলে হয়তো সরকারের আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে।
381781
১০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০২:৩৪
কাঁচের বালি লিখেছেন : ৪৮ ঘন্টার আর কত দেরি কেউ জানে না ! এই সরকারের কাছ থেকে কোনদিন কেউ সুবিচার পাবে না
381792
১১ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:২৭
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : এখনো তো ২৪ ঘন্টা হয়নি দাদা ^Happy^

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File