সুযোগ পেলে সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' তুলে দেওয়া হবে। কোন চক্রকে খুশির জন্য ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ নভেম্বর, ২০১৬, ০৫:১১:২৯ বিকাল



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন -

সুযোগ পেলে সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' তুলে দেওয়া হবে।

ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত নয় বলে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিবিসিতে বলেছি, আমি কখনোই বিশ্বাস করি না, ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে ইনশাহ আল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব।



সার্ক কালচারাল সোসাইটির নাম ? কিন্তু শুধু গোমাতার সন্তান মাত্র কয়েকজন ?


সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্পাদক শ্রী প্রীতম ঘোষ, ভারতের সমাজকর্মী শ্রী অজয় দত্ত, আসাম প্রদেশ কমিটির মুখপাত্র শিলাদিত্য দেব প্রমুখ।

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379672
১২ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪২
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /

379689
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৯:০৬
হতভাগা লিখেছেন : এটা রাজনীতিবিদদের চাল । এরকম করে উগ্র ভোটার ও প্রভুদের তেল মারে । ট্রাম্পও এরকম করে বেশ ভোট হাতিয়েছে । আদতে সেরকম কিছু করতে গেলে নাকানি চুবানি খাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File