‘দুইদিন রাজধানীর রাস্তা বন্ধ করে একটি দলের সম্মেলন। কিন্তু কেউ মানব বন্ধনের ও সুযোগ পায়না।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ অক্টোবর, ২০১৬, ০১:৩৬:২৩ দুপুর



যখন খুন , গুম , সরকারি বেসরকারি ব্যাংক লুটপাট , শেয়ারবাজার লুটপাট , রিজার্ভ ব্যাংক থেকে জনগণের কোটি কোটি টাকা পাচার ও লোপাট , ভোটের অধিকার, বাকস্বাধীনতার অধিকার নিয়ে কেউ রাজপথে নামতে পারে না।আইনের দোহাই , পুলিশের তামাশার নীতির দোহাই দেয়া হয়।

কিন্তু

‘দুইদিন রাজধানীর রাস্তা বন্ধ করে একটি দলের সম্মেলন।

এবার আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আগে থেকেই ঢাকা মেট্রো পলিটন পুলিশ ২২-২৩ শে অক্টোবর রাজধানীর কোন কোন সড়ক বন্ধ থাকবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

গত বুধবার পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়

সম্মেলনের দুইদিন ২২ ও ২৩ অক্টোবর সকাল ৭ টা থেকে ডাইভারশন শুরু হবে। এ জন্য মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট অভিমুখে কোনো গাড়ি আসবে না এবং রাসেল স্কয়ার-পান্থপথ অভিমুখে কোনো গাড়ি যাবে না। সব গাড়ি নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-জগন্নাথ হল ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিংয়ে প্রবেশ করবে অথবা নিউমার্কেট-নীলক্ষেত-ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।

কাঁটাবন থেকে কোনো গাড়ি শাহবাগের দিকে আসবে না। কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোনো গাড়ি প্রবেশ করবে না। শাহবাগ থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে কোনো গাড়ি প্রবেশ করবে না।

হাইকোর্ট থেকে দোয়েল চত্বরে গাড়িগুলো প্রবেশ করতে পারবে। তবে দোয়েল চত্বর থেকে হাইকোর্ট ক্রসিংয়ে কোনো গাড়ি যাবে না। অন্যদিকে ইউবিএল চত্বর থেকে কোনো গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তা উভয় দিকে বন্ধ থাকবে অর্থাৎ কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন, দুই দিকে কোনো গাড়ি আসা-যাওয়া করবে না। কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ অভিমুখে কোনো গাড়ি আসবে না। এ ছাড়া কার্পেট গলি, পরিবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমির গ্যাপ, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এসব স্থান থেকে ভিআইপি রোডে কোনো গাড়ি প্রবেশ করবে না ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঁচটি অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার ওই এলাকায় জড়ো হবেন নয় হাজার শিক্ষার্থী। ইতিমধ্যেই বুয়েট কর্তৃপক্ষ তাদের যত আগে সম্ভব ক্যাম্পাসে পৌঁছানোর নির্দেশনা দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছে।

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378910
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৫:১২
স্বপন২ লিখেছেন :
378919
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৮:০৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশের > ৯০% জনগন এই নির্দেশনা মেনে চলবে কারণ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল জনমানুষের দল ।

এরকম আমরা দেখেছি শাহবাগের সময়েও। দেশকে সঠিক ট্র‍্যাকে ফিরিয়ে আনতে দেশবাসিও সাময়িক সময়ের এই ট্র‍্যাক পরিবর্তন হাসিমুখে বরণ করে নিয়েছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File