সারা দেশে একআইন , কিন্তু পার্বত্য এলাকায় অন্যআইন কেন ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ অক্টোবর, ২০১৬, ০৩:২৬:১২ রাত
তিন পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী,
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ নির্বাচনের জন্য পার্বত্য জেলা নির্বাচন আইনে বলা হয়েছে- একজন চেয়ারম্যান, ২০ জন উপজাতীয় সদস্য, ১০ জন অ-উপজাতীয় সদস্য, দুইজন উপজাতীয় মহিলা সদস্য এবং একজন অ-উপজাতীয় মহিলা সদস্য নিয়ে পার্বত্য জেলা পরিষদ গঠিত হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান উপজাতীয়দের মধ্য থেকে নির্বাচিত হবেন। আর ২০ জন সদস্য উপজাতীয় সদস্যের মধ্যে সার্কেল ভিত্তিক অর্থাৎ চাকমা থেকে ১০ জন, মারমা থেকে ৪ জন, তনচৈংগা থেকে ২ জন, ত্রিপুরা, লুসাই, পাংখু ও খেয়াং থেকে ১ জন করে নির্বাচিত হবেন। আর মহিলা সদস্যদের দুইজন উপজাতীয়, যে কোনো সার্কেল থেকে নির্বাচিত হতে হবে।
বাংলাদেশের বুকে আওয়ামীলীগের সংসদের কালো আইনে বাংলাদেশী অধিকার ভাগ করে ভূমির মূল মালিক বাংলাদেশদিকে ভূমি , অধিকার হীন করা হয়েছে।
সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল পাস করেছিল আওয়ামীলীগ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মুকতাদির চৌধুরী। বিলগুলো হচ্ছে ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’ ও ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকী ১৩ সদস্যের মধ্যে চাকমা উপজাতির চার জন প্রতিনিধি, মারমা উপজাতির দুই জন, খেয়াং ও লুসাই ও পাংখোয়া উপজাতির একজন, ত্রিপুরা উপজাতির একজন, তঞ্চঙ্গ্যাঁ উপজাতির একজন, অ-উপজাতীয় থেকে তিন জন সদস্য, অ-উপজাতি থেকে একজন মনোনিত মহিলা সদস্য ও উপজাতি একজন মনোনিত মহিলা সদস্য রাখার বিধান করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকী ১৩ সদস্যের মধ্যে, মারমা উপজাতি থেকে তিন জন, তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা থেকে একজন, ম্রো (মুরাং) উপজাতি থেকে একজন, ত্রিপুরা উপজাতি থেকে একজন, চাক, খিয়াং ও খুমী উপজাতি থেকে একজন, বম, লুসাই ও পাংখোয়া থেকে একজন ও অ-উপজাতীয় থেকে তিনজন, অ-উপজাতি মহিলা ১জন এবং উপজাতি ১ জন মহিলা সদস্য রাখার বিধান করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকী ১৩ সদস্যের মধ্যে, চাকমা উপজাতি থেকে তিনজন, মারমা উপজাতি থেকে তিন জন, ত্রিপুরা উপজাতি থেকে তিন জন ও অ-উপজাতীয় থেকে তিন জন, অ-উপজাতি একজন মনোনিত মহিলা সদস্য এবং একজন উপজাতি মনোনিত মহিলা সদস্য রাখার বিধান করা হয়েছে।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন