আওয়ামীলীগের বক্তব্য নিজেরাই অস্বীকার করে প্রমান দেখুন। হাসিনা আদৌ ১০ টাকা কেজির চাল অস্বীকার এবং এখন আবার স্বীকার করছে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৫:৪৭ দুপুর
আওয়ামীলীগের মন্ত্রীরা সবাই বলেছিলো - ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলেননি হাসিনা। শেখ হাসিনা আদৌ ১০ টাকা কেজির চাল আর সার ভতুকির কথা বলেননি।
এবার আওয়ামীলীগের নেতারা বলছে - ১০ টাকা কেজি চাল খায়ানোর কথা রেখেছি।
পাল্টিবাজদের বক্তব্য বিকৃতি এবং নিজেরাই বলে সেটা অস্বীকার করে। আবার তারাই তাদের বক্তব্য পাল্টায়।
এ ব্যপারে নির্বাচনের আগে ও পরে প্রকাশিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হল,
২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর আমার দেশের প্রথম পাতায় শিরোনাম ছিল ‘টাঙ্গাইল ও জামালপুরে শেখ হাসিনাঃ ২০ টাকার চাল ১০ টাকায় খেতে হলে নৌকায় ভোট দিন’।
(আমার দেশ, ১৭/০৯/২০০৬)
২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘টাঙ্গাইল ও জামালপুরে শেখ হাসিনা
নৌকা মার্কায় ভোট দেব, ১০ টাকা সের চাল খাব। ধানের শীষে ভোট দেব না ২০ টাকা সের চাল খাব না।
আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচার-মিছিলে একটি শ্লোগানই ছিল-‘১০ টাকায় চাল খাব, নৌকায় ভোট দেব।’
(বিবিসি সংলাপ, ০৩/০১/২০০৯)
আ’লীগ ক্ষমতায় গেলে ১০ টাকা দরে চাল দেবে, ৫ টাকায় কাঁচামরিচঃ জিল্লুর রহমান।
২ ডিসেম্বর ২০০৮ কিশোরগঞ্জের কুলিয়ারচর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
(নয়া দিগন্ত, ০৩/১২/২০০৮)
১০ টাকা কেজি চাল ও বিনামুল্যে সার দেয়ার কথা শেখ হাসিনা একবারও বলেননিঃ মুহিত শীর্ষক আমার দেশের সংবাদে বলা হয়, আওয়ামী লীগের উপদেষ্টা ও নবনির্বাচিত এমপি আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১০ টাকা কেজি চাল খাওয়ানো এবং বিনামুল্যে কৃষকদের সার দেয়ার কথা শেখ হাসিনা একবারও বলেননি। বিবিসি সংলাপে দর্শকদের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন।
বিবিসি সংলাপঃ ০৪/০১/২০০৯ ও আমার দেশ, ০৪/০১/২০০৯
২৪ ডিসেম্বর বগুড়া জেলার শেরপুর বাসষ্ট্যান্ডে পথসভায় শেখ হাসিনা বলেন, ‘নৌকা এবার বিজয়ের মার্কা, ১০ টাকা কেজি চাল খাওয়ার মার্কা।’ তিনি সেখানকার প্রার্থী হাবিবুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ১০ টাকায় চাল খেতে হলে নৌকায় ভোট দিতে হবে। দেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে নৌকায় ভোট দিতে হবে।
(জনকন্ঠ, ২৫/১২/২০০৮)
পাল্টিবাজদের বক্তব্য বিকৃতি এবং নিজেরাই বলে সেটা অস্বীকার করে। আবার তারাই তাদের বক্তব্য পাল্টায়। অন্যদিকে ঘুরিয়ে ১০ টাকা কেজি চাল দেয়ার কথা রেখেছি
http://www.amadershomoy.biz/beta/2016/09/10/690252/#.V9Ua8PkrJix
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন