ব্রিটিশ গুপ্তচর লরেন্স। যার কাজ ছিল মুসলিম শাসকদের ধোঁকা দেয়া ও তাদের ধ্বংস করা।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ আগস্ট, ২০১৬, ০১:৫৮:৪৩ দুপুর
ষড়যন্ত্রের কিছু বিবরণ নিজেই নির্লজ্জভাবে উল্লেখ করেছে 'সেভেন পিলারস অফ উইজডোম' বা 'প্রজ্ঞার সাত স্তম্ভ' শীর্ষক বইয়ে।
ইহুদিবাদী ইসরাইলের জন্মের জন্য বহু আগে থেকেই ব্রিটিশ মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের নীল নকশা চলতে থাকে। ইহুদিরা ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র তৈরির কাজটি অত্যন্ত ধূর্ত প্রকৃতির গোয়েন্দা কর্মী ও দক্ষ প্রতারকদের দিয়ে করাচ্ছিল। তার মধ্যে লরেন্স ছিল একজন। লরেন্স নিজেই ষড়যন্ত্রের কিছু বিবরণ নিজেই নির্লজ্জভাবে উল্লেখ করেছে 'সেভেন পিলারস অফ উইজডোম' বইয়ে।
ইসরাইলের জন্মের জন্য বহু আগে থেকেই ব্রিটিশ মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের নীল নকশা
লরেন্স ১৯১০ থেকে ১৯১৪ সালে ব্রিটিশ সরকারের প্রত্নতাত্ত্বিক প্রতিনিধির ছদ্মবেশে ইরাক, সিরিয়া ও ফিলিস্তিনে সক্রিয় থেকে আরব ও তুর্কিদের মধ্যে বিভেদের ক্ষেপিয়ে তুলতে বা বিদ্রোহীতে রূপান্তরিত করতে সফল হয়।
সেই লরেন্স কে কাজ শেষে হত্যা করে ব্রিটিশ এবং হত্যার কথা কেউ বলে নাই। কিন্তু কয়েক বছর পর হত্যা কাণ্ডের বিবরণী মিলে। মোটর সাইকেলে চড়ে যাবার সময় তাকে ধাক্কা দিয়ে হত্যা করা হয়।
ব্রিটেনের এক অভিজাত শ্রেণীর ব্যক্তির অবৈধ জন্ম নেয়া লরেন্স ছিল অত্যন্ত ধূর্ত প্রকৃতির গোয়েন্দা কর্মী ও দক্ষ প্রতারক। তার কাজ ছিল বন্ধুর বেশ ধরে মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলের মুসলিম শাসকদের ধোঁকা দেয়া ও তাদের ধ্বংস করা।
বিষয়: বিবিধ
১৯২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন