ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত । এখন আর কোনো প্রমাণ নেই সুতরাং নানা কাহিনী চালিয়ে দেয়া সম্ভব হবে ।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ জুন, ২০১৬, ০৪:৪৯:১৮ বিকাল
গোলাম ফাইজুল্লাহ ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত.
কোন আইনে একজন নাগরিগকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাহিরে নিয়ে হত্যা করা হলো ?
http://www.sheershanewsbd.com/2016/06/18/132068
রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় কি করে ?
কারা ফাহিমকে মাদারীপুরে পাঠিয়েছিল ?
রিমান্ডে থাকা অবস্থায় ফাহিম কাদের কথা জানিয়েছিল ?
ভারতীয় এবং বাংলাদেশী খুনিদের রক্ষা করতে রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ সাজানো হলো কেন ?
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা ফাহিমের মৃত্য কথিত ‘বন্দুকযুদ্ধ’ নাটকে কেন ?
কোন আইনে একজন নাগরিগকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাহিরে নিয়ে হত্যা করা হলো ?
ফাহিমের হাতে হাতকড়া ছিলো , তাহলে কি করে ‘বন্দুকযুদ্ধ’ হলো ?
কারা ফাহিমকে এসব অপারেশনে যেতে বাধ্য করেছিল ?
কারা জোরপূর্বক শিক্ষকে হত্যার জন্য ফাহিমকে ব্যবহার করেছিল ?
সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বড় বড় 'রুই-কাতলা' জড়িত আছে, তা প্রকাশ হওয়ার আশংকায় ফাহিমকে ক্রসফায়ারে দেয়া হয়েছে ?
মাদারীপুরে শিক্ষকের উপর হামলায় গ্রেপ্তার ফাহিম ঢাকার উত্তরার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শনিবার সকালে ফাহিমের লাশ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। উপস্থিত পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ভোররাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ফাহিমের হাতে হাতকড়া ছিলো বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তার বুকের বাম পাশে রক্তাক্ত জখম রয়েছে।
নিহত ফাহিম ঢাকার উত্তরার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরে যুক্ত ছিল বলে পুলিশের দাবি।
ফাহিমের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ।
বায়বীয় কাহিনী প্রচার করবে হলুদ মিডিয়া। যাতে কোনো প্রমান না থাকে সেই জন্য রিমান্ডে থাকা ফাহিম 'বন্দুকযুদ্ধে' হত্যা।
ঢাকায় রিমান্ড শুরুর ২৪ ঘন্টার মাথায় কথিত ক্রসফায়ারে ফাহিমের মৃত্যু
ফাহিম হত্যাকান্ডই প্রমান করে কারা জঙ্গি তান্ডব চালিয়ে ফায়দা লুটছে। কারা জঙ্গি টিকিয়ে রেখে সুবিধা পেতে চায়। এর পর কেন অন্যের উপর দায় চাপানো হয় ?
যাদের কাছেই তথ্য থাকে তারাই বন্দুকযুদ্ধে নিহত হয় !!
নিশ্চই এরই মধ্যে জামায়াত বিএনপিকে জড়িয়ে কাল্পনিক নাটকের দৃশ্য লিখে ফেলেছে পুলিশ।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন