হিন্দি ভাষায় ব্যানার লাগিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের নামে কি হচ্ছে ? ঢাকায় রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে ভারত ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ জুন, ২০১৬, ১২:০৩:৩৫ দুপুর
নির্বাচনের মাধ্যমে সংসদে নিজেদের ৬০টি আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
http://www.amardeshonline.com/pages/details/2016/06/18/340740#.V2TdS_krJix
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধি বাড়ানোর দাবির পাশাপাশি নির্যাতন রোধে ৩ দফা দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সহজেই প্রশ্ন জাগে - ‘আইএসে’র নামে চিঠি পাঠিয়ে করা নিল নকশা বাস্তবায়ন করছে ?
মূলত ভুয়া এই চিঠি অল্প শিক্ষিত অথবা বাংলা জানে কম এমন ভারতীয়।
এই সব কিছুই কি ভারতের জড়িত থাকার প্রমান মিলে না ?
তাহলে কি বাংলাদেশ সিকিমের পরিনতি ভোগ করবে ?
লেন্দুপ দর্জিরা কি তাহলে ক্ষমতার জন্য সিকিম করে দেবে বাংলাদেশকে ?
ঢাকায় রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে ভারত -
আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকায় রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য শেখ হাসিনার সরকারকে সব ধরনের সাহায্য করবে ভারত। গতকাল শুক্রবার দেশটির আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন স্তরে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান চলছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক মহারাজ গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।
আনন্দবাজার জানায়, পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল জানিয়েছেন, বৃহস্পতিবারই ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিকাশ স্বরূপ বলেন, ‘আমরা ঢাকার রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছি। আজ (শুক্রবার) সকালেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দূত ঢাকায় রামকৃষ্ণ মিশনে গিয়ে নিরাপত্তাব্যবস্থা দেখে এসেছেন।’
বিষয়: বিবিধ
৪১৬৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশের জন্য সিকিমের পরিণতি এখন সময়ের ব্যাপার মাত্র!!
দু-তিনকোটি মুসলিম বিপদে পড়লেও বাকি তেরোকোটি সানন্দেই মিশে যাবে বৃহৎ হিন্দু সংস্কৃতিতে! ঠেলাটা যখন বুঝবে তখন পেছন ফেরার পথ খোলা থাকবেনা!
আত্মসমর্পনের চেয়ে বিদ্রোহ উত্তম কিনা তা ভাবার সময় হয়েছে মনে হয়!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন