বাংলাদেশে এসে বিজেপির উগ্র হিন্দু নেতারা কোন সাহসে এসব কথা বলে ? হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের নামে এরা বাংলাদেশে নারকীয় দাঙ্গার পায়তারা করছে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ জুন, ২০১৬, ০১:২৩:১৫ রাত



বাংলাদেশে এসে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র তিন নেতা হিন্দুদের বললেন - এই দেশেই (বাংলাদেশে ) শক্তিশালী সংগঠন তৈরি করুন। ভারত আপনাদের পাশে থাকবে, সহায়তা করবে। '

তারা হলেন, রাজ্যসভার প্রভাবশালী সদস্য রামদাস আতাউলে, বিজেপির জাতীয় সম্পাদক ও দলটির পশ্চিমবঙ্গের মুখ্য পর্যবেক্ষক সুরেশ পূজারী ও বিজিপি কার্যনির্বাহী পরিষদের সদস্য অরুন হালদার।

অনুষ্ঠানে তারা বলেন, 'এদেশের সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষন করছি। কথা দিয়ে গেলাম, আমরা আপনাদের পাশে থাকবো।'

মহাসম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধীরেন্দ্র নাথ বারুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন মোল্লা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

http://www.jugantor.com/online/national/2016/05/30/1459



ভারতের মাঠিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র বক্তব্য




বিষয়: বিবিধ

১৭১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370933
০৪ জুন ২০১৬ সকাল ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : একজন মোল্লাও তো রয়েছে ওদের দলে। এমন অনেক মোল্লাই আছে যাদের আমরা হয়ত চিনি না। এ দেশের মুসলীমরা ভোঁতা হয়ে গেছে। চেতনায় বুঁদ হয়ে গেছে। কেননা যোগ্য নেতার অভাব।
370941
০৪ জুন ২০১৬ সকাল ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুনাফিক এর দেশে আর কি!!
371177
০৬ জুন ২০১৬ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মুসলমানেরা যে শুধুই নামে মুসলমান এটা উনারা জানেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File