তোমরা যারা ভারতকে দেবতা মনে করো ।ভারতকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করো

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ মে, ২০১৬, ০২:৩৩:০৯ দুপুর





ভারতে কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ স্থানাধিকারীদের একজন, আনসার শেখ জানিয়েছে যে ওই পরীক্ষার প্রশিক্ষণ নেওয়ার সময় পুনে শহরে তাকে একটি হিন্দু নাম নিয়ে থাকতে হয়েছিল – নইলে তাকে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছিল না।

ভারতের একজন সাবেক আইএএস অফিসার ও পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন প্রধান সৈয়দ নুরুল হক বিবিসিকে বলছিলেন – প্রবেশিকা পরীক্ষায় না-হোক, চাকরিজীবনে কিন্তু মুসলিম আমলাদের ধর্মীয় বৈষম্যের শিকার হওয়াটা বিরল নয়।

BBC বাংলা - হিন্দু ছদ্মনাম ছেড়ে আবার আসল নামে আনসার শেখ

http://www.bbc.com/bengali/news/2016/05/160515_india_muslim_youth_who_rented_home_with_hindu_name_gets_govt_job

শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা, দিল্লি

১৫ মে ২০১৬

ভারতের একজন সাবেক আইএএস অফিসার ও পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন প্রধান সৈয়দ নুরুল হক বিবিসিকে বলছিলেন – প্রবেশিকা পরীক্ষায় না-হোক, চাকরিজীবনে কিন্তু মুসলিম আমলাদের ধর্মীয় বৈষম্যের শিকার হওয়াটা বিরল নয়।

মি. হকের কথায়, ‘‘মুসলিম বলে প্রবেশিকা পরীক্ষায় বা অন্য কোনও পরীক্ষায় নম্বর পেতে কোনও অসুবিধা হয়নি। কিন্তু চাকরিজীবনে দেখলাম যখনই কোনও ভাল পোস্টিংয়ের প্রশ্ন এল, তখনই কিন্তু মুসলিম প্রার্থী বলে খারাপ পোস্টিং পেলাম।’’

‘‘কিংবা ধরুন এমনও হয়েছে, কোনও একটা পরিস্থিতি সামলানো নিয়ে কথা বলছি – আমার অধীনস্থ অফিসার আমার সামনেই বলে বসলেন ‘ওরা মুসলিম, আমরা যা বলব তাই শুনবে – সংখ্যালঘু না?’ তাহলেই বুঝুন, সাম্প্রদায়িকতা আসলে এই সমাজের রক্তের ভেতরেই আছে’’, আরও বলছিলেন তিনি।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369400
১৭ মে ২০১৬ দুপুর ০৩:০২
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : বাংলায় এখন মুসলমানেরাই সংখ্যালঘু। যেই দিকে তাকাবেন সেই দিকেই দেখবেন মালাউন অফিসার।
369434
১৭ মে ২০১৬ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : এ জন্যই ইউসুফ খানকে দীলিপ কুমার আর বদরুদ্দোজাকে জনি ওয়াকার হতে হয়েছিল, রাজ্জাক কে দেশ ছাড়তে হয়েছিল আর কায়কোবাদ সাহেবকে মার্কসিট ছিঁড়ে চলে আসতে হয়েছিল।
369444
১৭ মে ২০১৬ রাত ০৯:৫৮
হতভাগা লিখেছেন : ভারতে মনে হয় বলিউডেই কিছু মুসলমান নামধারীরা রাজ করতেছে । তবে তারা নামে মুসলমান হলেও কাজে হিন্দুয়ানি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File