চেতনার ফিল্টারে গ্যাস আটকে যাচ্ছে। তাই বাংলাদেশে শীতকালে গ্যাস অনেকটা জমে যায়। নতুন বায়বীয় তথ্য।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ জানুয়ারি, ২০১৬, ১০:১১:২৮ রাত
জাতিকে আর কত ভুয়া তথ্য দিয়ে চেতনার ফেরিয়ালার বানিজ্য করবে।
শেখ হাসিনা পুত্রের আজগুবি তথ্যের পর এবার হাসিনা নিজেই জাতিকে তথ্য দিলেন।
মাইনাস (- ৪ থেকে - ১০ থেকে ১৮/২৪ পর্যন্ত আবহাওয়ার লাইনের ভিতরে কেমনে শীতকালে গ্যাস যায় তাহলে ?
বাংলাদেশে প্রবল তোষার পাত হয়না , বরফাচ্ছন্ন হয়না। বাংলাদেশের গ্যাস সাপ্লাই লাইন গুলো বরফের মধ্যে থাকে না। তার পর কি করে ‘শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোও (প্রবাহ) কমে যায়’ ? চেতনার মিথ্যাচার আর কত ?
জাতীয় সংসদে ৫ জানুয়ারির এমপিদের নাচ গানের আসরের পর কি হচ্ছে
পড়ে দেখুন
‘শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোও (প্রবাহ) কমে যায়’- এ কারণে বাংলাদেশে চলমান গ্যাস সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রামের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদে শেখ হাসিনা বলেছেন, ‘সাধারণত শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোটাও কমে যায়। সে জন্য শীতকালে গ্যাসের সমস্যাটা দেখা যায়।
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু সমস্যা হল ঘরের ভিতর গ্যাস তো ঠিকই আছে । গ্যাস না থাকলে হিটার গরম হত না আমি ও জমে যেতাম ।
মন্তব্য করতে লগইন করুন