একসময় মাওলানা মতিউর রহমান নিজামী মুক্তিযুদ্ধের মহা নায়ক ছিলেন। ছবি কথা বলে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ জানুয়ারি, ২০১৬, ১০:৩২:৩৫ রাত



এখন জামায়াতের সাথে বৈঠক করা হারাম , নিষিদ্ধ। কিন্তু অতীতে হালাল ছিল। চেতনা ও দেশ প্রেমিক ছিল। তখন জামায়াত রাজাকারের রাজনীতি ছিল না। গায়ের জোরে জবাই করা যাবে। কিন্তু যারা সেই সময় জামায়াতের সাথে এত মধুর ছিল। আজ যারা বলে জামায়াতের সাথে রাজনীতি করলে পাকিস্তানে যেতে হবে। বাংলাদেশ থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছে।

তারা কি জামায়াতের সাথে যাদের দেখা যাচ্ছে তাদের কে পাকিস্থান পাঠাবে ?



জাতীয় সংসদে মহব্বতের মহড়া আরেকবার দেখুন ভালো করেই চেনা যাচ্ছে সবাইকে -



এমনকি যিনি ১৯৭৩-১৯৭৪ সালে পাকস্থানি বন্ধু হয়ে মহব্বতের লাল গালিচা সম্মান দিয়েছিলেন , তার কবর কি পাকিস্তান পাঠানো হবে ?

Gen Tikka Khan welcomes Bangladesh Prime Minister Sheikh Mujibur Rehman in Lahore, 1974







সুবিধাবাদ চেতনার ফেরিয়ালারা এর জবাব দেবে কি ?

জাতির সাথে আর কত প্রতারণা করবে সুবিধাবাদ চেতনার ফেরিয়ালারা ?

বিষয়: বিবিধ

২৩১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356506
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৭
কাঁচের বালি লিখেছেন : সংগে থাকলে ভাল
দূরে গেলেই কালো
হায়রে চেতনার দল তোদের রাখবো কোথায় বুবু??
356517
০৯ জানুয়ারি ২০১৬ সকাল ১০:২৪
বিবেক নাই লিখেছেন : ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল অতএব, তাদের সব কর্মই সঠিক অপকর্ম তাদের অভিধানে নেই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File