সেরা জোকারের সেরা জোকস। কৌতুক নয় , এরাই এমন বক্তব্য দিচ্ছেন।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:২০:৪৯ দুপুর



‘সরকার এখন ইচ্ছা করলেই যে কারও ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবে’ -স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার যুগান্তরকে বলেন, ‘সরকার এখন ইচ্ছা করলেই যে কারও ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবে’ । সরকার চাইলে সন্দেহভাজন যে কারও

ফেসবুকে লগইন করতে পারবে।

সেরা জোকারের সেরা জোকস। কৌতুক নয় , এরাই এমন বক্তব্য দিচ্ছেন।

এরাই বিনা ভোটের মন্ত্রী , এমপি। এরাই চেতনা দিয়ে দেশের মানুষকে জিম্মি করে খুন , গুমের মাধ্যমে ক্ষমতায় আছে

পিলার ধরে নাড়াচাড়া করেছিল হরতাল আহ্বানকারীরা, তাই রানা প্লাজা ধসে পড়ে থাকতে পারে! - কথাটি স্বরাস্ট্র মন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন।

'রানা প্লাজা' দুর্ঘটনায় নিহতদের স্তুপের উপর দাড়িয়ে মখা আলমগীরের পিলার নাড়াচাড়াতেই রানা প্লাজা ধ্বসে।

সাহারা খাতুনের তালা দেয়া।



ফারুক খানের কম খান।

আবুল মালের শেয়ার বাজার ফটকাবাজি।

শেয়ারবাজার থেকে যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব, অনেকেই আত্মহত্যা করছেন, তখন শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য—‘শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নেই, সব জুয়াড়ি, ফটকাবাজ,’ ‘অ্যাই অ্যাম একদম ফেডাপ...।’

শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য—‘শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নেই, সব জুয়াড়ি, ফটকাবাজ,’ ‘অ্যাই অ্যাম একদম ফেডাপ...।’

দেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসে সর্ববৃহত্ আর্থিক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি সম্পর্কে গত ২০১২ সালের ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘চার হাজার কোটি টাকার জালিয়াতি বড় ঘটনা নয়।

২০১১ সালের ৯ জুন জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় ‘ট্রানজিট দিয়ে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৩ সালের ২৯ মার্চ হলমার্ক সম্পর্কে অর্থমন্ত্রী ফের বলেন, ‘হলমার্কের ঘটনা ভয়ঙ্কর কিছু ছিল না। বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হৈচৈ শুরু করেছেন। বুদ্ধিজীবী ও ব্যাংকারদের কথা রাবিশ ও বোগাস।’

অর্থমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে পরিহাস করে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা হিসেবে বলেন, ‘এক দিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে। সপ্তাহে এক দিন কম বাজারে যাবেন।’

শাহাজান খানের গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স।

শেখ হাসিনার উপদেষ্ঠা বলেছিলেন - ভারতের কাছে শুল্ক দাবি করা অভদ্রতা।

বাংলাদেশে শেখ হাসিনা একমাত্র পুরুষ







বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, দেশে একমাত্র পুরুষ একজনই আছেন। আর তিনি হলেন শেখ হাসিনা।

২২ আগস্ট ২০১৫ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ২ দিনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিষয়: বিবিধ

৩৪৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354626
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
354640
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
মোঃ আবু তাহের লিখেছেন : ক্ষমতায় থাকলে মানুষ মনে হয় একটু এমন সেমন বলেই!
354666
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়দিন পর বলবেন সরকার চাইলে সবার মাথাতেই ঢুকতে পারবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File