ভারতের বিজয় হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ করেছেন কি ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৬:৪৭ দুপুর
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারতীয় গণমাধ্যমে ‘ইন্দো-পাক যুদ্ধ’!
ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফ্যানপেজেও ‘ইন্দো-পাক’ যুদ্ধ হিসেবে নামকরণ করেন বিভিন্ন পোস্ট দেয়া হয়েছে।
মোদির দলের ---পেজেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ‘ইন্দো-পাক’ যুদ্ধ হিসেবে নামকরণ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্থান যুদ্ধ বলে চালু করেছে , এর পর ?
ভারতীয় হাইকমিশন ঘেরাও করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?
ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?
চেতনার পোশাকের কথিত চেতনার ব্যবসায়ীরা চুপ কেন ?
ভারতের বিজয় হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ করেছেন কি ?
এখন কি ভারতের সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানাবে চেতনার ফেরিয়ালারা ?
সেক্টর কমান্ডারস ফোরাম,, ঢাকা বিশ্ব বিদ্যালয় সিন্ডিকেট এখনো মুখে তালা দিয়ে চুপ কেন ?
ভারতের এই অপকর্মের প্রতিবাদ করার কি সাহস নাই ?
১৯৭১ কি শুধু কথিত চেতনার ব্যবসা ..............
১৪ ডিসেম্বর ২০১৫ শেখ হাসিনা বলেন, পাকিস্তান ও এ দেশে তাদের এজেন্টদের বিষদাঁত একে একে ভাঙা হচ্ছে, আগামীতেও ভেঙে দেওয়া হবে।
এখন ভারত কি করলো ? তাহলে কি ভারতের এবং তাদের এজেন্টদের বিষদাঁত কবে ভাঙ্গবেন ? তখন চুপ কেন ?
ভারতীয় এজেন্ট , তাদের দোসরদের বিষদাঁত একে একে ভাঙা হচ্ছে কবে জাতি চায় ?
কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড হয়ে আগরতলায় পাঠানো হলো কিন্তু বাংলাদেশ শুল্ক পায়নি , সেবা মাশুল মাত্র ১ রুপি। কেন ? যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলে জাতীয় অনুষ্টান করছে। তাদের কে কেন মাত্র ১ রুপিতে সারা বাংলাদেশের বুকে পিষে যাবার পথ খুলে দেয়া হয়েছে ? জাতি জানতে চায়।
শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লির বাজেট ১০০০কোটি টাকা
ভারতীয় প্রত্রিকার সংবাদ। এত কোটি টাকার প্রজেক্ট !! কিন্তু এর রহস্য কি ?
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/2601/muhon/29158#.VnJqE_krJix
১৯৭১ ভারত-পাকিস্তান ৩য় যুদ্ধের বিজয় দিবস। সেই সাথে যোদ্ধের বানিজ্য করেছিল ভারত। ভারতীয় সরকারী দলিলেই প্রমান করছে।
ভারতীয় সরকারী ওয়েবসাইডে বাংলাদেশের মুক্তিযোদ্ধকে নিয়ে ভারতের অবস্থান -
১৯৭১ সালের মুক্তিযোদ্ধকে ভারতের সরকারী দলিল -
১৬ ডিসেম্বর, ২০১৩ সালের লেখা টি একটু দেখলেই জানা যাবে ভারতের সেই কু কৌশল ..
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/2601/muhon/33839#.VnJqMvkrJix
বিষয়: বিবিধ
১৬৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তানের ভাগ্য ভাল যে ভারত বা বাংলাদেশ পাকিস্তানকে দখল করে নেয় নি সেটা সে সময়ে কমন ব্যাপার ছিল ।
আর এখনকার পাকিস্তানের অবস্থা দেখে তার প্রতিবেশীরাও তো পালাতে চাচ্ছে তাদের কাছ থেকে । কিন্তু দেশ তো আর সরানো যায় না ।
আসতে দিলে বসতে চাই এমন অবস্থা চলছে এখন বাংলাদেশে
মন্তব্য করতে লগইন করুন