আওয়ামিলিগ , বামদল সহ সবাই এখন বলছে জামায়াত রাজাকার। কিন্তু ইতিহাস খুজলেই কাদের উপস্থিতি দেখা যায়

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ নভেম্বর, ২০১৫, ০২:২৯:৩১ দুপুর

এদের সাথে কোনো বৈঠক , আলোচনা এমনকি জামায়াত নিষদ্ধ করার কথা বলছেন। কিন্তু এই ছবি কি বলে ?



তখন জামায়াত নেতারা দেশ প্রেমিক ছিলেন। মাত্র কিছুদিনের মধ্যেই তারা রাজাকার হয়ে গেলেন ? জাসদের হাসানুল হক ইনু , আওয়ামীলীগের আমু , আওয়ামীলীগের সেক্রেটারি এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান , শেখ সেলিম , বিএনপির মহাসচিব , জাতীয় পার্টির এরশাদ এবং নিজামীর ছবি কি এখনো জাতি দেখেনি ?



রাজনৈতিক ঐক্যের মিটিং !!!

জামায়াতের মতিউর রহমান নিজামী , আওয়ামীলীগের আব্দুস সামাদ , মওদুদ আহমেদ ,আহমেদ , তোফায়েল আহমেদ , আওয়ামীলীগের জিল্লুর রহমান , সুরঞ্জিত সেন ,



জামায়াতের মতিউর রহমান নিজামী , আওয়ামীলীগের শেখ সেলিম



আরেক ছবি -

১৯৯৫ সালের ২৭ জুন - সংবাদ সম্মেলনে

শেখ হাসিনা , মাওলানা মতিউর রহমান নিজামী ,

মওদুদ আহমেদ , সাজেদা চৌধুরী



মতিউর রহমান নিজামী এবং মেননের ছবি

১৮ মার্চ, ১৯৯১ : তৎকালীন জামায়াত সেক্রেটারী জেনারেল মতিউর রহমান নিজামী ও রাশেদ খান মেনন.



জাসদের হাসানুল হক ইনুর সাথে জামায়াতের মোলাকাত



সাথে থাকলে ‘মুক্তিযোদ্ধা’ আর না থাকলেই ‘রাজাকার’

সালাহ উদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী , সুরঞ্জিত সেনের এই ছবি কি তাহলে সংসদের রাজাকার



বিষয়: বিবিধ

২২০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351030
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৮
বার্তা কেন্দ্র লিখেছেন :

অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
291392
মাহফুজ মুহন লিখেছেন : সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সেই বিখ্যাত উক্তি - আওয়ামিলীগ এমন মিশিন তাদের মিশিনের এই মাথা দিয়ে রাজাকার ডুকলে অন্যদিকে মুক্তিযুদ্ধা হয়ে বের হয়।

এখন দেখা যাচ্ছে - আওয়ামীলীগের বিরোধিতা করলেই রাজাকার
351032
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
মুসলমান লিখেছেন : রাজনীতি বড়ই কূটিল আর জটিল!যখন প্রয়োজন এরা বন্ধুত্ব করে আবার যখন প্রয়োজন হত্যা করে! হায়রে দেশের নোংরারাজনীতি! থুহঃ
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫২
291393
মাহফুজ মুহন লিখেছেন : নোংরারাজনীতি আওয়ামীলীগের বিরোধিতা করলেই রাজাকার
351045
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই মিথু্করাই আবার কারো কারো আদর্শ...তাদের মুখের মিথ্যার কোরাশ গাইতে পারলেই একদল মূর্খ্য ধন্য হয়...সেলোকাস...!!! অনেক ধন্যবাদ
351151
২৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২০
কাঁচের বালি লিখেছেন : মদ ,জুয়া, ধর্ষণ আর মানুষ হত্যা না ক‌রে কি ক‌োন আওয়াম‌লিীগ নেতা হ‌তে পের‌ে‌ছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File