তোমরা যারা ছাত্রলীগ করো

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ নভেম্বর, ২০১৫, ০৫:৩৫:৫০ সকাল

তোমরা যারা ছাত্রলীগ করো

এই শিরোনামে একটি লেখা কি এখনো কেউ লেখেনি ?

কবে লেখা হবে ?

ধর্ষণের সেঞ্চুরীর পর ও কি লিখেতে ইচ্ছে করে না ?

মায়ের গর্ভের সন্তানকে গুলি করার পর ও লেখা হয়নি ?

হিন্দু রমনীর গর্ভের সন্তান কে লাত্তি মেরে হত্যা করার পর ও লিখতে ইচ্ছে করেনা ?

চট্রগ্রামে ৯ বছরের এতিম শিশু রেলের টেন্ডার ভাগাভাগির তান্ডবে গুলিবিদ্ধ হতেও লেখা হয়নি ?

জাবির ক্যাম্পাসে ছাত্রীকে উলঙ্গ করার পর ও কেউ লিখে না ?

ইবির শিক্ষকদের উপর এসিড হামলার পর ও লেখা হয়নি ?

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে ফেলার পর ও লেখার প্রয়োজন হয়নি ?

ভাইয়ের কাছ থেকে বোনকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের পর ও লেখার সময় পায়নি ?

ইয়াবা সহ নেতা কর্মীরা প্রায় প্রতিদিন ধরা পড়লেও লিখতে ইচ্ছে করেনা ?

একে ৪৭ সহ ধরা পড়ার পর ও পর ও লেখা হয়নি ?

ছাত্রীদের জিম্মি করে অশ্লীল ছবি তৈরির কাহিনী প্রকাশের পর ও লিখতে ইচ্ছে করেনা ?



চেতনার দাবিদার ছাত্রলীগের কথা বলছি , তবে ভুয়া চেতনার কথিত আফ্রিকার জংলি লেখকের মত বানিয়ে ভন্ডামি লেখা লিখিনি। প্রমান সহ , পত্রিকার নাম , তারিখ সহ কিছু তথ্য তুলে ধরলাম












































































































































বিষয়: বিবিধ

১৪৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350007
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৬:০৯
রক্তলাল লিখেছেন : শোনেন ভাই পাগলেরও জানের মায়া আছে।

যে শিক্ষক নামের গন্ডারের কথা বলছেন, তার স্ত্রীরে অপমান করার পরও সে বলছে ছাত্রলীগের ছেলেরা অবুঝ শিশু।
মানুষ থেকে অধম হয়ে গেলে আপনার এসব কথা তাদের কানে ঢুকবেনা। কুত্তালীগের জানোয়ারেরা যখন ষাড়রে ধরে নিয়ে পিছন দিয়ে দোযখ হান্দাবে তখনকি ওই কাওয়ার্ড রে আপনি বাচাবেন?

350012
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : ওরা তো শিশু !

নাক টিপলে দুধ বের হবে - এমন অবস্থা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File