বাংলাদেশের আইন , মানবাধিকার , বিচার , পুলিশী আইনের সুবাতাস।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ নভেম্বর, ২০১৫, ০১:৩৬:২০ দুপুর



বাংলাদেশে আইনে দেশ কত সুন্দর চলতেছে ..........

বাংলাদেশের আইন , মানবাধিকার , বিচার , পুলিশী আইনের সুবাতাস। ..........

বয়স মাত্র ১১ মাস। ১৯ ঘণ্টা হাজতবাস। থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে ৪২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পুলিশকে। যাক অন্তত রাজাকার , যুদ্ধ অপরাধী , জঙ্গি নাম থেকে রক্ষা পেয়েছে ১১ মাসের শিশুটি। বিশ্ব দেখুক বাংলাদেশে পুলিশ কেমন!



রয়েলের বয়স ১১ মাস। বুধবার রাতে তার বাবাকে ধরতে গিয়েছিল পুলিশ। না পেয়ে ধরে নিয়ে আসে তার মাকে, সঙ্গে তাকেও। এরপর মা ও শিশুপুত্রকে ১৯ ঘণ্টা আটকে রাখা হয় থানাহাজতে।

ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর থানার। রয়েলের বাবা রাজু আহম্মদের অভিযোগ, স্ত্রী-সন্তানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে ৪২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পুলিশকে।



সোহেল রানা , বয়স মাত্র ৭ বছর। নাশকতা মামলার আসামী। জামিন নিয়েছে আদালত থেকে ।



একজন মৃত ব্যক্তি ও মামলা থেকে রেহাই পাননি। কবি মতিউর রহমান মল্লিক। ২০১০ সালের ১১ আগস্ট মারা গেলেও ২০১৪ সালে ৬ নভেম্বর মোহাম্মদ পুর থানায় গাড়ি ভাংচুর , ককটেল বিস্ফোরণ মামলার আসামী হয়েছিলেন ।



এর পর কিশোর দের কবিতা , গল্প , কিশোর শিক্ষনীয় ক্ষুদ্র বইয়ের নাম জিহাদী বই -- এই অপরাধে কিশোর দের গ্রেফতার করে কারাগারে প্রেরণ।

এমন বহু প্রমান আছে। লিখতে গেলে অনেক , তার পর ও বাংলাদেশের আইনের অবস্থা নাকি অনেক সুবাতাস

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349942
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৮ বছর এর কম বয়সি অপরাধিকে ফাঁসি দিয়েও আমরা উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছি!
349955
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে যেন আমরণ থাকি... Praying

জাযাকাল্লাহ..
349956
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি-ছবি গুলো দেখে..!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File