দুই মামলায় ৬ আসামির ফাঁসির আদেশ অন্যদিকে শিশুকে গুলি করার মামলায় সাংসদের জামিন।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ নভেম্বর, ২০১৫, ০৬:১৩:০১ সন্ধ্যা
যে পাজেরো গাড়ি থেকে সাংসদ মনজুরুল শিশু শাহাদাতকে গুলি করেছিলেন বলে অভিযোগ, সেই পাজেরো গাড়িতে করেই তিনি কারাগার থেকে বাড়ি ফেরেন।
শিশু শাহাদাত হোসেন সৌরভ হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন জামিন পেয়েছেন।আদালত সংসদ অধিবেশন চলা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
একদিকে দুই মামলায় ৬ আসামির ফাঁসির আদেশ অন্যদিকে শিশুকে গুলি করার মামলায় সাংসদের জামিন।
এটা সরকারদলীয় সাংসদ বলেই সম্ভব হল।এই জামিনের মেয়াদ শুধু সংসদ চলাকালীন নয় এর পরেও বহাল থাকবে। থাকতে থাকতে একদিন মামলা গায়েব হয়ে যাবে। এটা আশ্চর্যের কিছু নয়।
শিশু রাজন হত্যাকারীর মৃত্যুদন্ড হয়েছে।খালেদা খুনি বলে তার সাথে প্রধান মন্ত্রী বসতে নারাজ,কিন্তু শিশু হত্যার চেষ্টা কারী এমপি লিটনের সাথে সংসদে বসতে কি উনার কোন আপত্তি নেই?একজন অপরাধী কে সংসদে যাওয়ার জন্য আদালত কি করে অনুমতি দেয়? সে কি আদালতে নির্দোষ প্রমানিত হয়েছিল?
যেসব আসামী অরাজনৈতিক , আওয়ামীলীগের নয় , তাদেরকে শিশু হত্যার রায় ফাঁসি দিয়েছে। বাহবা নিয়েই কিন্তু আওয়ামীলীগ হলেই তার জামিন নিশ্চিত। এমনকি কারাগারে বাসর রাত যাপনের সুবিধা দেয়ার ইতিহাস আওয়ামিলিগ তৈরী করেছে।
গলায় ফুলের মালা, বাড়ি ফিরলেন লিটন
http://mzamin.com/details.php?mzamin=MTAwNDU3&s=MQ%3
সেই গাড়িতেই বাড়ি ফিরলেন সাংসদ মনজুরু
http://www.prothom-alo.com/bangladesh/article/677812/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2
যে পাজেরো গাড়িতে করে যাওয়ার সময় শিশু সৌরভকে গুলি করেছিলেন এমপি লিটন সে গাড়িতে করেই বাড়ি ফেরেন তিনি।
এদিকে, এমপি লিটনের জামিনের খবরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন শিশু সৌরভের পরিবার ।
উল্লেখ্য,
রাকিব হত্যা : ২ জনের ফাঁসি
গত ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরদিন ৪ আগস্ট নিহত শিশুর বাবা মো. নূর আলম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যায় প্রধান আসামি কামরুলসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ে রাজন হত্যায় প্রধান আসামি কামরুলসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যা প্রচেষ্টা মামলায় জামিন মঞ্জুর,কারা থেকে ছাড়া পেলেন এমপি লিটন
উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জের গোপাল চরণ এলাকায় শিশু শাহাদত হোসেন সৌরভকে পিস্তল দিয়ে গুলি করেন আওয়ামীলীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে..অনেক ধন্যবাদ
তার মানে বাংলাদেশে কি গুলি করা বৈধ আর পিটিয়ে মারা অবৈধ!!
ইহাই আওয়ামীলীগ ।
মন্তব্য করতে লগইন করুন