নিহত জাপানি বাংলাদেশী নাগরিক এবং আলু ব্যবসায়ী: এইচটি ইমাম

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ অক্টোবর, ২০১৫, ১২:১৬:২৪ দুপুর



শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কমিওর কথা উল্লেখ করে বলেন, হোশি কমিও জাপানি নাগরিক নয় তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন।

এইচটি ইমাম বলেন, হোশি কমিওর সম্পর্ক আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।

নিহত জাপানি বাংলাদেশী নাগরিক এবং আলু ব্যবসায়ী: এইচটি ইমাম

'হোসি কোমিও বাংলাদেশী আলু ব্যবসায়ী' [ভিডিও] -

https://youtu.be/yIcaWbPDXQA

জাপানিরা মরে গেলে বাংলাদেশী আলু ব্যবসায়ী হইয়ে যায় ।



কিন্তু বাংলাদেশের সকল মিডিয়া বলছে - জাপানি নাগরিক হোশি কমি। ওশি কোনিও একবছরের ভিসা নিয়ে ৪ মাস আগে রংপুর আসেন। বাংলাদেশে জাপান দুতাবাস বলছে জাপানি নাগরিক হোসি কোনিওকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।



বাংলাদেশের মিডিয়া থেকে কিছু অংশ -


রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা















হত্যাকাণ্ডে জাপানের মিডিয়ার খবর



অনলাইন জাপান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, পুলিশ বলেছে- বাংলাদেশের উত্তরে গুলি করে হত্যা করা হয়েছে হোসিকে। স্থানীয় সময় গতকাল সকাল ১০টার দিকে তিনি রিকশায় ছিলেন। তিনি ঘাসের চাষ করেন। সেখানে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চেপে তিন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে। তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান।



শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামদের মুখে বার বার ভুয়া , মিথ্যা , বানোয়াট কথা । আর কত দেরী পাঞ্জেরী ?

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344332
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আলুর ব্যাবসায়ি বানাতে পারলে দেশের জন্য বরং ভালই হবে। সব দেশেই কমবেশি বিদেশী হত্যাকান্ডের স্বীকার হয়। কিন্তু মুসলিম দেশ হলে টানাটানি একটু বেশি হয়।
344334
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঐ হালালে বস্তায় ভরে পানিতে চুবানো দরকার
344390
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যার আলুর দোষ বেশি সে আলুই দেখে সবখানে!!!
344475
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৪
রক্তলাল লিখেছেন : সরকার বিদেশে কিন্তু ঠিকই জাপানি নাগরিক হিসাবে চালাচ্ছে।
বাই দা ওয়ে, আমি কিন্তু মঙ্গলের বাসিন্দা। ঐখানে আলু চাষ করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File