অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ও নিয়ন্ত্রণ করেন বেগম খালেদা জিয়া ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ অক্টোবর, ২০১৫, ১২:০৫:৩৯ দুপুর



‘ক্রিকেট ও দেশের উন্নয়ন যারা সহ্য করছে না, তাদের ষড়যন্ত্রের কারণেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল আপাতত বাংলাদেশে আসছে না। এইটা মা-পুতের ষড়যন্ত্র। সঙ্গে একজন ডাক্তার সাহেবও আছেন।’ —অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে এমন মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার বিকেলে আখাউড়ার তারাগন খেলার মাঠে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ও নিয়ন্ত্রণ করেন বেগম খালেদা জিয়া ???

বাহ কি চমত্কার দেখা গেল ফাও মন্ত্রীদের অভিনয়। চালিয়ে যাও জনগণ ভোট দেয়নি তো কি হয়েছে ?

অনির্বাচিত প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা তো কি হয়েছে ?

বিনা ভোটের এমপি , মন্ত্রী হলেই এমন মহা মূল্যবান বক্তব্য পাবে জাতি ।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344156
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পাগলের যদি অন্ধকারে পায়ের তলায় পায়খানা পড়ে তবে তিন জাগায় সেই পায়খানা লাগে , পায়ে ,হাতে এবং নাকে
আলীগ এখন পাগল হয়ে গেছে তাদের এখন পুরা শরীরেই পায়খানা লাগে
ধন্যবাদ
ভালো লাগলো
344159
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : পাগলা গারদের সংখ্যা আরোও বাড়াতে হবে...
গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের হাতে নাকানিচুবানি খেতে হয়েছে ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো দেশকে। বাকি ছিল অস্ট্রেলিয়া। বাঘের গর্জনে ক্যাঙ্গারুদের ভীত হওয়ার কথা প্রকাশ পেয়ে যায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মিডিয়া ইন্টারভিউতে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড সফরে দারুণভাবে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ানরা। ইতিমধ্যে দলের পাকা পাকা খেলোয়াড়রা অবসরে চলে গেছেন। আনাড়ি ক্যাঙ্গারুরা বাঘের দলের সঙ্গে মোকাবিলা করবে কোন সাহসে? তাই বাংলাওয়াশের ভয়ে তারা জঙ্গিতত্ত্ব আবিষ্কার করল। তাদের আসল ভয়টা কিন্তু হোয়াইটওয়াশের। নিরাপত্তার জুজু আর জঙ্গিতত্ত্ব্ব দেখিয়ে বিগ ব্রাদাররা আসলে নিজেদের ইজ্জত বাঁচানোর ইনিংসটাই খেলতে চাচ্ছে।
344180
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার বক্তব্যও খালেদা জিয়ার নিয়ন্ত্রনে!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File