রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক বেন কারসনকে ভালোই জবাব দিয়েছে ১২ বছর বয়সী ইউসুফ দায়ুর।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৯:২৩ দুপুর
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক বেন কারসনকে ভালোই জবাব দিয়েছে ১২ বছর বয়সী ইউসুফ দায়ুর। মুসলমানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়, কারসনের এমন মুসলিম-বিদ্বেষী মন্তব্যের জবাব হিসেবে এই বালক বলেছে, সে-ই হবে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম প্রেসিডেন্ট
Video link --
https://youtu.be/eHEQoBP2TY0
গত সপ্তাহে কারসন এনবিসি মিট দ্য প্রেসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক বেন কারসন বলেছিলেন, মুসলমানদের ধর্মবিশ্বাস মার্কিন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না।
ইউসুফ জানায়, যখন তার বয়স ছিল ২ বা ৩ বছর, তখনই সে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। সে জানায়, ওই সময়ই সে তার বন্ধুদের বলত, একদিন সে প্রেসিডেন্ট হবে
কারসনকে উদ্দেশ করে ইউসুফ বলে, আমি প্রেসিডেন্ট হলে দেখবেন, আমি সবাইকে, সব বর্ণ, সব জাতি, সব ধর্মকে সম্মান করব। আপনি খ্রিস্টান, ইহুদি, মুসলিম, হিন্দু, নাস্তিক কি না তা কোনো ব্যাপারই হবে না ।
সে কারসনকে লক্ষ্ করে বলে, 'আপনি আসলে আমার স্বপ্ন চুরমার করে দিয়েছেন। কারণ আপনি বলেছেন, কোনো মুসলিম প্রেসিডেন্ট হতে পারবে না।'
ইউসুফ বলে, 'মি. কারসন কেউ যদি বলে আপনার গায়ের রঙের জন্য আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না তবে কী হবে? যদি কেউ বলে আপনার বংশের কারণে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না তবে কী হবে?
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইউসুফকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে ইসরায়েলপন্হী মানসিকতা গড়ে তুলতে হবে । এটা আবশ্যক এই পদে লড়তে গেলে , জিততে হলে।
মন্তব্য করতে লগইন করুন