আওয়ামীলীগের প্রকাশ্য ঘোষণা- রাজাকার পরিবারের সন্তান ইনু
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫০:৫১ বিকাল

মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ বলেন, রাজাকার পরিবারের সন্তান ইনুকে এলাকা ছাড়া করা হবে। এ ইউনিয়নেই ইনুর গ্রামের বাড়ি।
সোমবার রাতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদের কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। অভিযোগ উঠেছে, এ সময় কার্যালয়ে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়।
http://www.jugantor.com/current-news/2015/09/10/321645
এই হলো আওয়ামীলীগের আসল চরিত্র।
ইতিহাস কে লুকিয়ে রেখে জাতিকে ধোকা দেয়া যাদের নীতি।
কারণ এই খোঁচাখুচি একটু বেশি করাতে কেঁচো খুড়তে আস্ত একটি সাপ বের হয়ে পড়েছে।
যখন রক্ষীবাহিনীর গণহত্যা , ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত লুটপাট , হত্যা , ক্রস ফায়ারের জনকের ইতিহাস তুলে ধরা হয়। বাম রাজনীতির জঙ্গি তান্ডব , জাসদের গণবাহিনীর নেতৃত্বে দুতাবাসে জঙ্গি হামলার ইতিহাস। রাসেদ খান মেননের হিটলারের কাহিনী , মতিয়া বেগমের ডুগডুগি বাজানোর ইতহাস
রাজাকারের তালিকায় আওয়ামীলীগের সাজেদার নাম আওয়ামীলীগের নেতাদের নাম , মুক্তি যোদ্ধার বিরোদ্ধে বিবৃতি এই সব ইতিহাস তুলে ধরলেই ------------- চেতনার দোহাই শুরু করে আওয়ামিলিগ।
দিলীপ বড়ুয়া যখন মুক্তি যোদ্ধকে ২ কুকুরের কামড়া কামড়ি বলে মুক্তি যুদ্ধের বিরোধিতার ইতিহাস জাতির সামনে তুলে ধরলেই ------------- চেতনার দোহাই শুরু করে আওয়ামিলিগ।
জাতি যখনি সত্য ইতিহাস তুলে ধরে মুখোশ উন্মোচন করে দেয় , তখনি চেতনার দোহাই দিয়ে সব বন্ধ করে দেয়া হয়েছিল অতীতে , বর্তমানে সেটাই চলছে।
মহাজোটের শরিকদের নিয়ে ‘খোঁচাখুঁচি’ না করতে দলের নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে দলের নেতাদের তিনি এ পরামর্শ দেন।
বিষয়: বিবিধ
১৮৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
লেখককে অনেক ধন্যবাদ
ইনুর একটা বিশেষ গুন হল সে বিপদের সময়ে জিয়া ও খালেদাকে নিয়ে খুব বকাবাজি করতে পারে , এটাতে সে অনন্য ।
এখানেই সে আওয়ামী লীগের অনেক নেতাদের চেয়ে যোজন যোজন এগিয়ে।
মন্তব্য করতে লগইন করুন