বাংলাদেশে একটাই পুরুষ আছে, তিনি হচ্ছেন শেখ হাসিনা’

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ আগস্ট, ২০১৫, ১১:৪০:৫৭ সকাল



শেখ হাসিনাকে নারী থেকে পুরুষে রুপান্তরিত করেছেন আওয়ামীলীগের এক মন্ত্রী।

সেই মন্ত্রীর বক্তব্য অনুযায়ী - বাংলাদেশে একটাই পুরুষ আছে। তিনি হচ্ছেন শেখ হাসিনা। প্রতি সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় বসে বুঝতে পারি বাকি আমরা সবাই মনে হয় অন্যকিছু।

তাহলে সহজে প্রশ্ন জাগে - মন্ত্রিপরিষদের অন্যরা কোনো বিশেষ লিঙ্গের ? আমরা সবাই মনে হয় অন্যকিছু - এর অর্থ তাহলে ?

‘বাংলাদেশে একটাই পুরুষ আছে, তিনি হচ্ছেন শেখ হাসিনা’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশে একটাই পুরুষ আছে। তিনি হচ্ছেন শেখ হাসিনা। প্রতি সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় বসে বুঝতে পারি বাকি আমরা সবাই মনে হয় অন্যকিছু।

শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের কাউন্সিল হলে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা-প্রত্যাশা-প্রাপ্তি ও করণীয়” শীর্ষক আলোচনা ও আইডিইবির জেলা, উপজেলা ও সার্ভিস এসোসিয়েশন নেতাদের ২ দিনের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ) এ আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন আয়োজন করে।শনিবার, ২২ আগস্ট ২০১৫

http://www.now-bd.com/2015/08/22/428999.htm

রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার জাবি জানাচ্ছি আমরা। অন্তত এখন থেকে আর নারী শেখ হাসিনা না বলে পুরুষ শেখ হাসিনা বলতে চাই। চেতনার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337747
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১০
নাবিক লিখেছেন : Tongue Tongue
337773
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ইহাই সত্যি।
341576
১৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:২৪
কাঁচের বালি লিখেছেন : আওয়ামীলীগের চেতনায় মুজিব হলেন আব্বা ! হাসিনা হলেন মা ! এখন আবার হয়েছেন পুরুষ ।
আমরা আসলেই চমকিত Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File