বাঁশেরকেল্লা নিয়ে সরকারের কাবাডি খেলা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৯ মার্চ, ২০১৩, ০৯:৩৮:২৫ সকাল

একটা সরকার যদি মাত্র একটা পেজ কে এতো ভয় পায় তাহলে দেশ চালায় কি করে ?

মানুষের মত প্রকাশ , মতের প্রকাশ করবে এটা স্বাভাবিক নিয়ম যদি তা কোন ধর্ম বা দেশ বিদ্রোহী না হয় --- কিন্তু আমরা এ কি দেখলাম ?

মাত্র একটা পেজ নিয়ে যা হল তা রীতিমতো সরকারের নিজের জন্য হাস্যকর বিষয় ।

সারা বিশ্বের বহু ধরনের পেজ আছে , সরকারের পক্ষে এবং বিপক্ষের , এমন কি অনেক যুদ্ধরত দেশের যোদ্ধাদের নিজের , আবার যুদ্ধ সংঘর্ষ সরকারের নিজের ।

কিন্তু এতো কড়াকড়ি নাই , ব্যতিক্রম হল বাংলাদেশ , কারন যখন সরকার সত্যকে ভয় পায় , তখন তাদের দমন নীতি চালু করে , আর তাই হল একটা পেজ এর ঘটনা--- যার নাম বাঁশেরকেল্লা ।

সরকার যতবার এটা বন্ধ করে ততোবার সরকারের সত্যবাদিতা কে প্রশ্নবিদ্ধ করে ---- আর কি বলবো , পেজ নিয়ে কাবাডি খেলা ভালই জমিয়েছে সরকারি সংস্থা ।

আমরা দেখলাম সরকার কোনো দেশ বিদ্রোহী , মিথ্যা এমন কি ধর্ম বিদ্বেষী পেজ কে নিয়ন্ত্রন না করে , যারা কিছু কিছু সংবাদ তৃনমূল থেকে জাতিকে দিচ্ছে তাদের দমন নিপীড়ন দেখে অবাক হয়নি , কিন্তু চিন্তা করি সরকার কত অসহায় ।

কামনা করি সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটবে , দেশ আমাদের সবার , একা কারোর নয় ।

বিষয়: বিবিধ

১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File