নরেন্দ্র মোদির সব ডিগ্রি ভুয়া
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ জুলাই, ২০১৫, ০৩:০৮:০০ দুপুর
‘মোদির সব ডিগ্রি ভুয়া, না হলে মাথা কামিয়ে ফেলব’
প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু গত বুধবার মার্কন্ডেয় তাঁর টুইটারে লেখেন, ‘যদি কেউ প্রধানমন্ত্রীর দপ্তরে তথ্য জানার অধিকার আইনে চিঠি লিখে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর ডিগ্রিগুলো (সার্টিফিকেট) সম্পর্কে তথ্য বের করতে পারেন, তাহলে আমি মাথা কামিয়ে ফেলব। আমি শতভাগ নিশ্চিত, তাঁর সব ডিগ্রি ভুয়া।’
বাংলাদেশের একজনের সাথে হুবহু মিলে গেছে। নরেন্দ্র মুদী যেমন বহু খুনের সাথে জড়িত। ভারতের মুসলিম হত্যার সাথে যার নাম আদালতে প্রমানিত। সেই মুদির সাথে বাংলাদেশের একজনের হুবহু মিলেই গেল। বাংলাদেশের লেন্দুপ দর্জি + উগ্র জঙ্গি মোদী একাকার হয়ে গেল।
যিনি এত ডিগ্রী কিনেছেন , যার হিসাব আর নাম শুনলে জনগণ ..................... নাইবা উল্লেখ করলাম ভুয়া ডিগ্রী গুলো। কিছু দিন পূর্বে ভুয়া সাউথ সাউথ পদক প্রচার করে হাতে নাতে ধরা পড়েন
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারবিরোধীদের এইসব ঘাটাঘাটি করে দুধের স্বাদ ঘোলে মেটানো লাগে ।
ডিগ্রীতো টাকা দিয়ে কেনা যায় ক্ষমতা কিন্তু অস্ত্রের মুখে.......!
মন্তব্য করতে লগইন করুন