যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতির চিত্র

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ জুলাই, ২০১৫, ০১:২৩:২৩ দুপুর



এ বছর বিশ্বের মোট ১০২টি দেশের ওপর তারা সমপ্রতি এ প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনের নাম দেয়া হয়েছে ‘ডব্লিউজেপি রুল অব ল ইনডেক্স ২০১৫’।

নিম্ন আয়ের দেশ বাংলাদেশ ।

সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর স্বাধীনতাও সামান্য।

দুর্নীতির দিক থেকে ১০২টি দেশের মধ্যে ৯৮তম বাংলাদেশ।

আইনের শাসনে পিছিয়ে আছে বাংলাদেশ । এ সূচকে নেপালের অবস্থান ৪৮তম। এরপর রয়েছে শ্রীলঙ্কা (৫৮), ভারত (৫৯), বাংলাদেশ (৯৩), পাকিস্তান (৯৮) ও আফগানিস্তান (১০১)।

নিম্ন আয়ের দেশ বাংলাদেশ।



আইনের শাসন পরিস্থিতি



২০০৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি পাঁচ বছর ধরে বিশ্বে আইনের শাসন সূচক (রুল অব ল ইনডেক্স) পরিমাপ করছে।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330501
১৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উলটা দিক থেকে হইলেও আমরা এগিয়ে!!
১৮ জুলাই ২০১৫ রাত ১১:২৭
272798
অপি বাইদান লিখেছেন : আল্লাপূজারী মুমিনরা এগিয়ে থাকবে না তো কে থাকবে, বলুন??
330552
১৮ জুলাই ২০১৫ রাত ১১:২৯
অপি বাইদান লিখেছেন : পৃথিবীর ২য় বৃহৎ মুমিন মুসলমানের দেশ বলে কথা।




330732
২০ জুলাই ২০১৫ রাত ০২:২২
কাঁচের বালি লিখেছেন : এটা বললেই হয়তো ভাল হত বাংলাদেশ চুরির দিক দিয়ে এগিয়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File