গায়ে মানেনা আপনি মোড়ল , ভারতের ভেতর শূন্য

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ মে, ২০১৫, ০১:০৩:১৮ দুপুর



ভয়াবহ গোলাবারুদের সংকটে ভুগছে ভারত। সংকট এতটাই গুরুতর যে, দেশটি ১৫-২০ দিনের বেশি যুদ্ধ করতে পারবে না। এ অবস্থায় দেশটির সেনাবাহিনীকে ‘নিধিরাম’ বলতেও ছাড়ছে না সমালোচকেরা।

গত শুক্রবার ভারতের পার্লামেন্টে পেশ করা মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) এক প্রতিবেদনে দেশটির গোলাবারুদের এই ভয়াবহ সংকটের এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস।

বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীর দুরাবস্থার কথা উল্লেখ করে দেশব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন।

২০১২ সালে ভারতীয় সেনাবাহিনী লক্ষ্য ঠিক করে, ২০১৫ সালের মার্চের মধ্যে অন্তত ২০ দিন যুদ্ধ করার মতো গোলাবারুদ মজুত করা হবে।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে সিএজি বলছে, ভারতের সামরিক বাহিনীর ভান্ডারে বিভিন্ন ধরনের যেসব গোলাবারুদ মজুত আছে, তার ৫০ শতাংশ ১০ দিনেই শেষ হয়ে যাবে।

অথচ ভারত চিরবৈরী এবং উদীয়মান পরাশক্তি চীন এবং পরমাণু অস্ত্রধর পাকিস্তান দ্বারা বেষ্টিত।

ভন্ডামি আর ভুয়া জুজুর ভয় দেখিয়ে ভারত বাংলাদেশ কে নিয়ে খেলেই যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321572
২১ মে ২০১৫ দুপুর ০১:৪৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : এক্ষুনি মুজাহিদ বাহিনী পাঠিয়ে ভারত দখল করে নেন। সমস্যা হলে আল্লার ফেরেস্তারা তো আছেই, ওরাও নেমে যাবে জিহাদের ময়দানে। কি বলেন?
321576
২১ মে ২০১৫ দুপুর ০১:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
321590
২১ মে ২০১৫ দুপুর ০৩:১১
বুসিফেলাস লিখেছেন : বাংলাদেশের মত দালাল অধ্যুষিত দেশ দখলে গোলাবারুদ লাগবে না।
321624
২১ মে ২০১৫ বিকাল ০৫:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হিন্দুস্তানের এখনো পর্যন্ত শতকরা ষাট ভাগ বনী আদম ন্যাংটো হয়ে পথের ধারে, রাস্তার কিনারায় মল-মূত্র ত্যাগ করে। হেতারা আবার স্বপ্ন দেখে সুইপার পাওয়ার হওনের!!!
321653
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারত এখনও রাজা পুরুর সমর দর্শন নিয়েই আছে। ভারি অস্ত্র এবং বিরাট ট্যাংক তৈরি করতে যত ব্যায় করছে ক্ষুদ্রাস্ত নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেনা। জঙ্গি বিমান ও পরমানু বোমা তৈরি করলেও পদাতিক বাহিনির হালকা রাইফেল ভারত আমদানি করছে। আসলে ভারতিয় অস্ত্র সরবরাহকারি বড় প্রতিষ্ঠানগুলিও বড় কন্ট্রাক এর জন্য এই অবস্তার সৃস্তি করছে।
322335
২৫ মে ২০১৫ সকাল ০৮:২৬
কাঁচের বালি লিখেছেন : ফাটা ঢোল বাজে বেশি ভারতের ও সেই অবস্থা । আপনাকে ধন্যবাদ তথ্য গুলো দেবার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File