সাভারের রানা প্লাজার ভয়াবহ ট্রাজেডির সেই এপ্রিল মাসেই এবার যুবলীগ নেতার অবৈধ টিনের ঘরই মৃত্যুকূপ।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ এপ্রিল, ২০১৫, ০৬:৪০:০০ সকাল
যুবলীগ নেতার অবৈধ টিনের ঘরই মৃত্যুকূপ
সাভারের রানা প্লাজার ভয়াবহ ট্রাজেডির সেই এপ্রিল মাসেই এবার রামপুরার চৌধুরীপাড়ায় আরেক যুবলীগ নেতার অবৈধভাবে নির্মিত ঘরে প্রাণ গেল অন্তত ১১ জনের। মনিরুজ্জামান ওরফে মনির চৌধুরী রামপুরা এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের গবেষণাবিষয়ক সম্পাদক।
প্রায় ১৫ একর আয়তনের বউবাজারের ঝিলটি খাস জমির ওপর নির্মিত। স্থানীয় যুবলীগ নেতা মনিরুজ্জামান কোন অনুমতি না নিয়েই ঘরগুলো নির্মাণ করেন। ঘরগুলো অনেক আগ থেকেই ঝুকিপূর্ণ ছিল। এছাড়া ওইসব ঘরে বিদ্যুৎ ও গ্যাস লাইন ছিল অবৈধ।
http://shar.es/1gP9aW
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন