সাভারের রানা প্লাজার ভয়াবহ ট্রাজেডির সেই এপ্রিল মাসেই এবার যুবলীগ নেতার অবৈধ টিনের ঘরই মৃত্যুকূপ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ এপ্রিল, ২০১৫, ০৬:৪০:০০ সকাল



যুবলীগ নেতার অবৈধ টিনের ঘরই মৃত্যুকূপ

সাভারের রানা প্লাজার ভয়াবহ ট্রাজেডির সেই এপ্রিল মাসেই এবার রামপুরার চৌধুরীপাড়ায় আরেক যুবলীগ নেতার অবৈধভাবে নির্মিত ঘরে প্রাণ গেল অন্তত ১১ জনের। মনিরুজ্জামান ওরফে মনির চৌধুরী রামপুরা এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের গবেষণাবিষয়ক সম্পাদক।

প্রায় ১৫ একর আয়তনের বউবাজারের ঝিলটি খাস জমির ওপর নির্মিত। স্থানীয় যুবলীগ নেতা মনিরুজ্জামান কোন অনুমতি না নিয়েই ঘরগুলো নির্মাণ করেন। ঘরগুলো অনেক আগ থেকেই ঝুকিপূর্ণ ছিল। এছাড়া ওইসব ঘরে বিদ্যুৎ ও গ্যাস লাইন ছিল অবৈধ।

http://shar.es/1gP9aW

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315238
১৬ এপ্রিল ২০১৫ সকাল ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : এতেও যদি ওদের শিক্ষা হয়৷ অবশ্য ওদের চোখে এটা কোন অপরাধের মধ্যে পড়েনা৷দূর্ঘটনা মাত্র৷
316596
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৭
কাঁচের বালি লিখেছেন : কয়টা মানুষ মরলো এটা নিয়ে অদের মাথা ব্যাথা নাই দরকার শুধু নিজেদের আখের গোছানো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File