তথাকথিত সেক্যুলার ভারতের মহারাষ্ট্র রাজ্যে নিষিদ্ধ হলো গরু জবাই

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ মার্চ, ২০১৫, ১১:১৬:৫৩ সকাল





১২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত ভারতের শতকরা প্রায় ৮০% অধিবাসী হিন্দু এবং গরুকে তারা ‘দেবতা’ হিসেবে সম্মান করে। এ কারণে ভারতের অনেক রাজ্যে আইন করে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।

মহারাষ্ট্রের নতুন আইন কার্যকর হওয়ায় এখন সেখানে মাংস রাখাও নিষিদ্ধ। এটা লংঘন করলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রণবের অনুমোদনের পর এক টুইটার বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস লিখেছেন, ‘গরু জবাই নিষিদ্ধ করার আমাদের স্বপ্ন আজ সত্যি হলো।’

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরু জবাই, গরুর গোশত বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ০৩ মার্চ,২০১৫ মঙ্গলবার এ সংক্রান্ত বিলে সই করেছেন।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস, ইন্ডিয়া টুডে

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307181
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:৩০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটা বাংলাদেশীদের প্রতি আল্লাহর একটা অতিরিক্ত রহমত। গরু জবাই করতে না পারলেও ছাগল, ভেড়া জবাইয়ের মাধ্যমে মুসলমানদের কোরবানী হয়ে যাবে। অর্থাৎ মহারাষ্ট্রের মুসলমানদের কোরবানীর কোন ব্যাঘাত ঘটবে না।

গরুর কোরবানী হয়নি বলে সেসব গরুকে কো তারা দেবতা মনে করে পুজার জন্য ঘরে বসিয়ে বসিয়ে খানা দেবেনা। সেগুলোকে বাজারে বিক্রয় করবেই, আর সেই গরুর প্রকৃত খরিদ্দার হল বাংলাদেশের মুসলমানেরা। বেচে যাওয়া সে সব গরু লাখে লাখে বাংলাদেশ সীমান্তে জড়ো হবে আর বাংলার মুসলমানেরা বিগত দিনের চেয়ে আরো সস্তায় গরুর গোশত খেতে পারবে।

গরু যদি ভারতীয় হিন্দুদের দেবতা না হইত, তাহলে বাংলাদেশের মুসলমানেরা গোশতের অভাবে কত আগেই না নিঃশেষ হয়ে যেত। বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে এটা একটা বিরাট খোশ খবর। তিনি এভাবেই একজনের মাধ্যমে অন্যের রিজিকের ব্যবস্থা করেন।

বলেন আলহামদু লিল্লাহ।
307183
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:৩১
ঘাড় তেড়া লিখেছেন :
লাভ নেই...

মুসলিম এলাকাতে কোনই প্রভাব পড়বেনা।
সামাজিক ভাবে ওরা আগেই নিষিদ্ধ করেছিল...

নাসিক জেলায় গরুর ওলান(দুধের স্বাদযুক্ত গোস্ত) কাবাব খুব জনপ্রিয়।


307187
০৪ মার্চ ২০১৫ দুপুর ০১:১৪
এ,এস,ওসমান লিখেছেন : হিন্দুরা যে কখনোই মুসলমানদের দেখতে পারতো না এবং আমাদের কখনো আপনা করে নিতে পারবে না তারই প্রমাণ এটা
307954
০৯ মার্চ ২০১৫ রাত ০১:০১
কাঁচের বালি লিখেছেন : হিন্দু একটা ফালতু ধর্ম ,এরা যায় দেখে তাই দেবতা ! ওদের কালচার কে আমাদের মদ্ধে ঢুকিয়ে দিচ্ছে আমরা সেই সব ধার করা কালচার নিয়ে মাতামাতি করি এটা আমাদের জন্যই চরম লজ্জার ।
কয়দিন পর দেখা যাবে হাসিনা আমাদের দেশেও গরুর গোস খাওয়া বন্ধ করে দিয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File