অবরোধকে অসাংবিধানিক ঘোষণা করার পায়তারা করছে আওয়ামিলীগ ....

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ মার্চ, ২০১৫, ০২:৩৪:১৮ দুপুর



জনগনের আন্দোলনের কাছে পরাজিত হয়ে আবারও আদালতকে ব্যবহার করে অবরোধকে অসাংবিধানিক ঘোষণা করার পায়তারা করছে আওয়ামিলীগ ....

১৯৯৬ সালের ২ মার্চ অসহযোগ আন্দোলনের ৮ম দিন ছিল । ১৯৯৬ সালে আওয়ামিলীগ যখন অসহযোগ আন্দোলনের নাম সারা দেশে তান্ডব চালিয়েছিল , তখন ওই সব কথিত বিচারপতিরা কোথায় ছিলেন ?

আওয়ামিলীগ করলে বৈধ , আর অন্যরা ভোটের অধিকার আদায় , বিনা ভোটের অবৈধ , অনির্বাচিত শুন্য ভোটের ক্ষমতাসীন দের বিরোদ্ধে আন্দোলন করলেই অবরোধ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল।

বার বার আদালতকে ব্যবহার করে আওয়ামিলীগ আদালতকে বাজারের , দলীয় পণ্য বানিয়ে যাচ্ছে।

অবরোধ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল ...

অবরোধ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে সরকারকে হাইকোর্টের রুল ..

স্বল্প সময়ের নোটিশে হরতাল ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অবরোধে আইনগত বাধা নিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। ব্যবসায়ী সংগঠন গতকাল রিট আবেদন করে। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেয়।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306835
০২ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অবরোধ তো অবৈধই। যেটা দেশের ক্ষতি করে সেটা বৈধ হয় কি করে।
306876
০২ মার্চ ২০১৫ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : চেতনার বহিঃপ্রকাশ হয়ে চলেছে৷ ভিন্ন মতের লোকদের বেঁচে থাকাই হয়ত অবৈধ হয়ে যাবে৷
306989
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৯
কাঁচের বালি লিখেছেন : আওয়ামীলীগ পূর্বের অপকর্মের কথা কিছু মনে রাখে না , ওরা যায় বলে সেটাই ওদের আইন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File