যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইআইপির জরিপ: ৫ জানুয়ারি ছিল ‘ব্যর্থ নির্বাচন’

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৩৬:২৫ বিকাল



যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকল্প। সারা বিশ্বের মত বাংলাদেশের গত ৫ জানুয়ারী যে বিনাভোটের নির্বাচন হয়েছে সেটা নিয়ে ও প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে - ৫ জানুয়ারি ছিল ‘ব্যর্থ নির্বাচন’

২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিশ্বের ১০৭টি দেশের ১২৭টি নির্বাচনের ওপর করা জরিপের ভিত্তিতে তারা নির্বাচনী সততার ধারণা সূচকও (পারসেপশন অব ইলেক্টোরাল ইন্টেগ্রিটি-পিইআই) প্রকাশ করেছে।

যেসব দেশের ব্যর্থ নির্বাচন ঝুঁকি সৃষ্টি করেছে, তার মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে সবার আগে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে এতে বলা হয়, ‘ফল হিসাবে ১৫৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রধানত আওয়ামী লীগের দখলে চলে যায়।’

নির্বাচন ও রাজনীতি বিষয়ে অন্তত ১০টি বইয়ের লেখক ও বিশেষজ্ঞ নরিস পিপার নেতৃত্বে পরিচালিত এ প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে - বিশেষজ্ঞদের সবচেয়ে নির্ভরযোগ্য, সমন্বিত, নিয়মমাফিক এবং ধারাবাহিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তাদের সূচকটি তৈরি হয়েছে। ৪৯টি বিষয়ের মান যাচাই করে এটি নির্ধারণ করা হয়েছে।

জরিপের ফল অনুযায়ী, ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে খারাপ পাঁচটি নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে মিসর, মোজাম্বিক, আফগানিস্তান, সিরিয়া এবং বাহরাইনের নির্বাচন। সবচেয়ে ভালো পাঁচটি নির্বাচন হয়েছে লিথুয়ানিয়া, কোস্টারিকা, সুইডেন, স্লোভেনিয়া ও উরুগুয়েতে। সূচকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সততার (ইন্টেগ্রিটি) বিচারে ৪২তম এবং কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ৪৫তম অবস্থানে দেখানো হয়েছে। সদ্য প্রকাশিত এই জরিপের গুরুত্বপূর্ণ ফলাফল অংশে অনেকগুলো ব্যর্থ নির্বাচন বড় ধরনের বিপদ তৈরি করেছে বলে মন্তব্য করা হয়। যেসব দেশের ব্যর্থ নির্বাচন ঝুঁকি সৃষ্টি করেছে, তার মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে সবার আগে ।

https://sites.google.com/site/electoralintegrityproject4/projects/expert-survey-2/the-year-in-elections-2014



বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305465
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
সজল আহমেদ লিখেছেন : খাইছে এইবার আ.লীগের তো দফারফা হইয়া যাইবো ।চিত্‍কার চেচামেচি কইরা উহা বৈধ নির্বাচন কওয়ার আর কে রৈল অকা?
306994
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৯
কাঁচের বালি লিখেছেন : তাতেও কি ওদের মিথ্যাচার থামবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File