হা-ডু-ডু খেলা এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ জানুয়ারি, ২০১৫, ০৫:২২:২৬ সকাল



আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন বক্তব্য ভয়াবহ উস্কানি।

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য।

হা-ডু-ডু খেলার জন্য অস্ত্র নয় : র‌্যাব ডিজি

(২৫ জানুয়ারী ২০১৫)



র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, অপরাধ দমন করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দিয়েছে। ‘হা-ডু-ডু খেলার’ জন্য নয়। একটি বিশেষ মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে সেটিকে ‘সস্তা প্রচার’ হিসেবে কাজে লাগাচ্ছে।

রোববার খুলনায় র‌্যাব-৬-এর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে একটি মহলের ‘সস্তা প্রচার’ আক্ষায়িত করে র‍্যাবের প্রধান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সস্তা প্রচারের সঙ্গে একটি বিশেষ মহল যুক্ত।’

তিনি সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘অপরাধীরা অপরাধ করবে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তা চেয়ে চেয়ে দেখবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেওয়া হয়েছে হা-ডু-ডু খেলার জন্য? তাহলে বিচারবহির্ভূত হত্যাকান্ডের অন্তর্ভুক্ত কোনটি?’



http://www.mzamin.com/details.php?mzamin=NjA4OTM%3D&sMg=%3D#.VMV4lhorQYs

হা-ডু-ডু খেলার জন্য অস্ত্র নয় : র‌্যাব ডিজি

http://shar.es/1bOrXw



নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রয়োজনে গুলি করবে বিজিবি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, '২০১৩ সালের ৬ মে যে ইনসিডেন্ট হয়েছে এবং ২ জন সৈনিককে পিটিয়ে হত্যা করেছে, এই সুযোগটা আর দিতে পারি না। আমার সৈনিকরা আক্রান্ত হলে প্রয়োজনে গুলি করবে। কারণ অস্ত্রছাড়া তো আর কিছুই তাদের কাছে নাই।'

রোববার সকালে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।



http://shar.es/1bOrVC

জনগনের টাকায় কেনা অস্ত্র , জনগনের টাকায় বেতন ভুক্ত কর্মচারী হয়ে , দলীয় এবং আইন বহির্বুত হুঙ্কার প্রমান করে বাংলাদেশের বর্তমান পরিস্তিতি।



তারা জনগনের বেতন ভুক্ত কর্মচারী ? নাকি আওয়ামীলীগের দলীয় কর্মী ?

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/2601/muhon/60470#.VMV_0f7F-Ll

বিষয়: বিবিধ

১৯৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301771
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৩৭
sarkar লিখেছেন : তারা বাংলাদেশ আওয়ামীলীগের প্রশাসনিক কর্মী।যদিও তাদের হাতিয়ার,পোষাক বাংলার জনগনের টাকায় কেনা।
301782
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাডুডু খেলতে কোন উপকরন লাগেনা এই মানুষ সেটাও জানেনা।
301821
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫০
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : DG RAB + DG BGB Jeno Tader Kotha Gulo Chirodin Mone Rakhen....Vobisshote Jeno Vule Na Jan....Akdin Tader Ei Sokol Boktobber Jobab Tader Kaccei Nea Hobe Ensha Allah...
302281
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৪
কাঁচের বালি লিখেছেন : বিজিপির কাজ কি?
হাসিনার কলের পুতুল হয়ে থাকা ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File