হা-ডু-ডু খেলা এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ জানুয়ারি, ২০১৫, ০৫:২২:২৬ সকাল
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন বক্তব্য ভয়াবহ উস্কানি।
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য।
হা-ডু-ডু খেলার জন্য অস্ত্র নয় : র্যাব ডিজি
(২৫ জানুয়ারী ২০১৫)
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, অপরাধ দমন করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দিয়েছে। ‘হা-ডু-ডু খেলার’ জন্য নয়। একটি বিশেষ মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে সেটিকে ‘সস্তা প্রচার’ হিসেবে কাজে লাগাচ্ছে।
রোববার খুলনায় র্যাব-৬-এর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে একটি মহলের ‘সস্তা প্রচার’ আক্ষায়িত করে র্যাবের প্রধান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সস্তা প্রচারের সঙ্গে একটি বিশেষ মহল যুক্ত।’
তিনি সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘অপরাধীরা অপরাধ করবে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তা চেয়ে চেয়ে দেখবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেওয়া হয়েছে হা-ডু-ডু খেলার জন্য? তাহলে বিচারবহির্ভূত হত্যাকান্ডের অন্তর্ভুক্ত কোনটি?’
http://www.mzamin.com/details.php?mzamin=NjA4OTM%3D&sMg=%3D#.VMV4lhorQYs
হা-ডু-ডু খেলার জন্য অস্ত্র নয় : র্যাব ডিজি
http://shar.es/1bOrXw
নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রয়োজনে গুলি করবে বিজিবি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, '২০১৩ সালের ৬ মে যে ইনসিডেন্ট হয়েছে এবং ২ জন সৈনিককে পিটিয়ে হত্যা করেছে, এই সুযোগটা আর দিতে পারি না। আমার সৈনিকরা আক্রান্ত হলে প্রয়োজনে গুলি করবে। কারণ অস্ত্রছাড়া তো আর কিছুই তাদের কাছে নাই।'
রোববার সকালে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
http://shar.es/1bOrVC
জনগনের টাকায় কেনা অস্ত্র , জনগনের টাকায় বেতন ভুক্ত কর্মচারী হয়ে , দলীয় এবং আইন বহির্বুত হুঙ্কার প্রমান করে বাংলাদেশের বর্তমান পরিস্তিতি।
তারা জনগনের বেতন ভুক্ত কর্মচারী ? নাকি আওয়ামীলীগের দলীয় কর্মী ?
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/2601/muhon/60470#.VMV_0f7F-Ll
বিষয়: বিবিধ
১৯৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসিনার কলের পুতুল হয়ে থাকা ?
মন্তব্য করতে লগইন করুন