সেই ক্যামেরা ট্রায়েলের মোমেনা বেগম কোথায় ?৬৫ পৃষ্ঠার রিভিউ প্রকাশিত

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ নভেম্বর, ২০১৪, ০৫:৫৮:১৭ সকাল



সেই ক্যামেরা ট্রায়েলের মোমেনা বেগম কোথায় ?

কসাই কাদেরের অপরাধ আব্দুল কাদের মোল্লার উপর জোর করে চাপিয়ে দেয়ার অন্যায় জাতি মেনে নিতে পারে না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডের রায় কার্যকরের প্রায় এক বছর পর রিভিউর (পুনর্বিবেচনার) পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে বলা হয়েছে দন্ডিতরা রিভিউর সুযোগ পাবেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। এ রায় প্রকাশের পর সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাশাপাশি সর্বত্র বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষ বলেছেন, এক বছর পর বলা হলো রিভিউ করা যাবে। তা হলে কাদের মোল্লা রিভিউর সুযোগ পেল না কেন? সংক্ষিপ্ত আদেশে রিভিউ আবেদন বাতিল করে এখন পূর্ণাঙ্গ রায়ে ভবিষ্যতের রায়গুলোতে রিভিউ আবেদন করার সুযোগ দেয়ার কথা বলা হচ্ছে। রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে কেনই বা সরকার দ্রুততার সঙ্গে তার রায় কার্যকর হলো? ৫ ডিসেম্বর কাদের মোল্লার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। সে রায়ের রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় অনুযায়ী কাদের মোল্লা রিভিউ করতে অন্তত ১৫ দিন সময় পেতেন। এরপর রিভিউর শুনানির পর নিষ্পত্তি হলে রায় কার্যকরের প্রশ্ন আসতো।

সেই অতীতের কিছু কথা --

লিখাটি হুবহু না দিলে পরিষ্কার হবে না তাই কপি করে দিলাম -

ইতিহাসের কসাই কাদের, মিডিয়া কতৃক একটি মৃত্যুদণ্ড এবং প্রগতিশীলতার উল্লাস

http://www.bdmonitor.net/…/blogdet…/detail/2601/muhon/33584…

রিভিউর পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা না করে তড়িঘড়ি করা হলো কেন?

৬৫ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

http://gnewsbd.com/…/2014/11/kader-molla-review-judgment.pdf

গতকাল মঙ্গলবার প্রকাশিত এ রায়টি লিখেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। তার সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বেঞ্চের অপর তিন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। ৬৫ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288228
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
289083
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩২
কাঁচের বালি লিখেছেন : হাসিনার সাজানো ট্রাইব্যুনালের অভিনেতা ঠিক ভালো অভিনয় করতে পারলো না , অবশেষে সবই ফাঁশ হয়ে গেল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File