শাবিপ্রবিতে দু’গ্রুপের সংঘর্ষ নিয়ে জঙ্গি ছাত্রলীগের জঘন্য মিথ্যাচার এবং তার জবাব

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ নভেম্বর, ২০১৪, ০২:১৯:৪৫ দুপুর



ছাত্রলীগের দাবি - শাবির ঘটনায় ছাত্রলীগ দায়ী নয়’ ।

জঙ্গি তান্ডবের পর ছাত্রলীগের একই বক্তব্য -এরা ছাত্রলীগের কেউ না ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ছাত্রের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ দায়ী নয় বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি বদিউজ্জামান সোহাগ। তিনি বলেছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ দায়ী নয়। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী।

http://mzamin.com/details.php?mzamin=NTEyMzA%3D&sMQ=%3D#.VG717gwpaqk

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণমাধ্যমের দিকে অভিযোগ তুলে সোহাগ বলেন, ছাত্রলীগের কেউ না, কিন্তু ছাত্রলীগ বানাতে স্বাধীনতা বিরোধী একটি মহল তৎপর। ছাত্রলীগ থেকে বহিষ্কৃতদেরও ছাত্রলীগ পরিচয় দেয়া হচ্ছে। শাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি অঞ্জনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের সংঘর্ষ হয়েছে। তারপরও ছাত্রলীগ কেন দায়ী হবে না এমন প্রশ্ন এড়িয়ে যান ছাত্রলীগ সভাপতি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দ্বন্দ্বের কারণে যে সমস্যা হয়েছে তাতেও ছাত্রলীগকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্বজিৎ ও ফারুক হত্যাকান্ডে জড়িতরা প্রকাশ্যে ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নিচ্ছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের অনুষ্ঠানে কারা আসলো এটিতো ছাত্রলীগের দেখার বিষয় না।

ছাত্রলীগের জঘন্য মিথ্যাচারের জবাব।





দু’গ্রুপের সশস্ত্র সংঘর্ষ, শ’ শ’ রাউন্ড গুলিবিনিময়, নিহত ১, অনির্দিষ্টকালের জন্য শাবি বন্ধ ঘোষণা

পুলিশের সামনেই অস্ত্র হাতে ছাত্রলীগ

স্বাভাবিক করা হলেও ছাত্রলীগের পার্থ ও অঞ্জন গ্রুপের কর্মীরা দু’দিকে অবস্থান নেন। অবস্থানকালে তারা সশস্ত্র অবস্থায় ছিল।

(১)

http://mzamin.com/details.php?mzamin=+NTEyMjI%3D&s=Mg%3D%3D#.VG70aYSgpIY

শাবির সংঘর্ষে ২৫০ ছাত্রলীগ নেতাকর্মী আসামি

সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে ১৭ ছাত্রলীগ ক্যাডারকে প্রেপ্তার করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশকিছু অন্ত্র। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ ক্যাডারদের গ্রেপ্তার করে। নগরীর পাঠানটুলা এলাকায় ছাত্রলীগ ক্যাডার শিপলুর বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র।

(২) http://www.banglamail24.com/news/2014/11/21/id/92630/

প্রক্টরসহ গুলিবিদ্ধ ৫ আহত ১৫ : অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ : নিহত ১

(৩) http://shar.es/1Xcln6

সংঘর্ষে বিঘ্ন ঘটানোয় পুলিশকে তালা!

(৪) http://shar.es/1X5oqj

শাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে বন্দুকযুদ্ধে নিহত ১, প্রক্টর গুলিবিদ্ধ

(৫) http://www.banglamail24.com/news/2014/11/20/id/92270/

শাবি যখন রণক্ষেত্র পুলিশ তখন তালাবদ্ধ

(৬) http://www.banglamail24.com/news/2014/11/20/id/92383/

ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ : নিহত ১, প্রক্টরসহ গুলিবিদ্ধ

(৭) http://shar.es/1XclRO

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত

http://shar.es/1XcE9b

শেকৃবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে।

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

http://shar.es/1XcwHm

শাবিপ্রবিতে ছাত্রলীগের ফের সংঘর্ষ : পুলিশ সদস্য আহত

http://shar.es/1XcwnP

শাবি রণক্ষেত্র : নিহত ১

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্র“পের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই পরস্পরের দিকে গুলি ও ককটেল ছোড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশসহ আরও অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ এক ছাত্রলীগ কর্মীর অবস্থা আশংকাজনক।

http://shar.es/1XcwNN





































বিশ্ববিদ্যালয় ছ্ত্রালীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ বলেন, “অঞ্জনের লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা করেছে। তাদের গুলিতে আমাদের অন্তত চারজন আহত হয়েছে। আঘাত পেয়েছে আরো অন্তত ১৫ জন।”

অন্যদিকে অঞ্জনের পরে লোকজন হামলার জন্য সঞ্জীবন সমর্থকদের দায়ী করেছেন।

সংঘর্ষ শুরুর আগে ছাত্রলীগ ভাংচুর চালালে পুলিশ নীরব ছিল- শিার্থীদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমতুল্লাহ বলেন, “প্রশাসন আমাদের কাছে যতোটুকু সহযোগিতা চেয়েছে তা আমরা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন না চাইলে আমরা ফোর্স ব্যবহার করতে পারি না।”

বিষয়: বিবিধ

২০৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286484
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
লজিকাল ভাইছা লিখেছেন : মনটা চায়, সিরিজ কাগজ দিয়ে ওর তলায় একটা ডলা দিই!!!!
286517
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
খান জুলহাস লিখেছেন : নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
287631
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৯
কাঁচের বালি লিখেছেন : এরাই জাতির ফিতার যোগ্য সোনার ছেলে। লিংক গুলি দেবার জন্য শুকরিয়া।
288398
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : লজিকাল ভাইছা লিখেছেন : মনটা চায়, সিরিজ কাগজ দিয়ে ওর তলায় একটা ডলা দিই!!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File