ছাগলের সাহস এবং এমপি , পুলিশের আটকের বীরত্ব

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ নভেম্বর, ২০১৪, ০৫:৩১:৪৪ সকাল



• এমপির শখের ফুলগাছ নষ্ট করায় ৫ ছাগল থানায়

সূত্র -

http://shar.es/10SXaz

বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমানের শখের ২৫ হাজার টাকা দামের ফুলের গাছ নষ্ট করায় রোববার বিকালে শেরপুর মোজাহার কোল্ড স্টোর থেকে ৫টি ছাগল আটক করেছে শেরপুর থানা পুলিশ। শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকার চায়না বেগম নামের এক মহিলার ছাগলগুলো বাগানে ঢুকে এ কাজ করে বলে জানায় বাগানের মালি রতন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বিরল প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার গাছ নষ্ট করায় ছাগলগুলো থানায় নিয়ে আসা হয়েছিল



পুলিশের আটকের কান্ড দেখে অবাক হবার কিছু নাই। সারা বাংলাদেশ এখন কারাগার। তাদের হাত থেকে আওয়ামীলীগের সবাই নিরাপদ। যত দোষ বিরোধী দলের আর এখন বাদ গেল না নিরীহ ছাগল গুলো ও।

চেতনা মঞ্চের অবমাননার মামলা করতে হবে

.................... চেতনার জাগরণ মঞ্চ

আওয়ামিলিগ সরকারের সময় আটকের ভয়াবহতা এমন পর্যায়ে চলে গেছে নিরীহ ছাগল ও রক্ষা পাচ্ছে না। তবে আওয়ামীলীগের নেতা কর্মীদের হাতে নিহত , রাজপথে দলীয় কর্মী , জনগণ পুড়িয়ে হত্যা , দলীয় কোন্দলে পথচারী , ফাসির আসামীদের গণহারে মুক্তি কোনো বিষয়ই না। শর্ত একটাই - কালো কোর্টের নেতাকর্মী হতে হবে। তবে পাকিস্তানের কালো কোর্টের নেতা কর্মী না। আমদানি করে বাংলাদেশের কালো কোর্টের নেতা কর্মী হতে হবে।

মাত্র একদিনের চিত্র - একটি মাত্র পত্রিকার খবর।

তারিখ - ১১ নভেম্বর ২০১৪


প্রতিদিন হাজার হাজার অপকর্ম , তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগ।



এভাবেই চলছে বাংলাদেশে আওয়ামীলীগের তান্ডব। ...

এই সব ধামা চাপা দেয়ার জন্য চেতনার দোহাই দিয়ে একটার পর একটা প্রহসন করছে আওয়ামিলীগ।

মাত্র একদিনের এই খবর , মাত্র ২ পত্রিকা থেকে নেয়া। প্রতিদিন এমন হাজার হাজার তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে আওয়ামিলীগ ও তাদের অঙ্গ সংঘঠন গুলো। এই সব থেকে মুক্তি চায় বাংলাদেশ।



বিষয়: বিবিধ

২০৪১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283468
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৪
কাঁচের বালি লিখেছেন : আওয়ামীলীগের কাজই তো একটা ধরো মারো খাও ,
মানুষ তো দুরের কথা ছাগল ও রেহায় পায় না , অত্যাচারী শাসকের বীভৎস রূপ যদি এবারই খোলাসা হয় জনসম্মুখে ।
খুব সুন্দর একটা পোস্ট ভালো লেগেছে ।
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৬
228206
মাহফুজ মুহন লিখেছেন : ছাগল গুলো চেতনায় আঘাত করেছে। কালো কোর্টের উপর হামলা করেছে
283471
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:১৭
ওরিয়ন ১ লিখেছেন :
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
228207
মাহফুজ মুহন লিখেছেন : শুধু সেই কাজটি করে গেলে অঙ্ক কিছুটা মিলতো
283475
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Thumbs Up Rose Rose
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
228208
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ।
283482
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২২
শেখের পোলা লিখেছেন : সরকারী টাকার ফুলের বাগান,জামাতের মগজ ধোলাই করা ছাগলে নষ্ট করছে৷ সহ্যকরা চলবে না৷ বিশেষ ট্রাইবুনালের বিচারে ফাঁসী চাই৷
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
228209
মাহফুজ মুহন লিখেছেন : বিশেষ ট্রাইবুনালের ছাগলের বিচারে ফাঁসী চাই৷
283507
১২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
বেআক্কেল লিখেছেন : এই ব্যাডা আইজ এমপি হইলেও একদিন ছাত্রলীগ আছিল, তাই অন্যের ছাগলের মোক্ত গোশত খাইবার অভ্যাস ছাড়িতে পারে নাই। আন্নে হয়ত জানেন না,

- শিশু লীগ হইলে আন্ডা চুরি করিতে শিখে,
- তরুণ লীগ হইলে মুরগী চুরি করিতে শিখে,
- ছাত্র লীগ হইলে ছাগাল চুরি করিতে শিখে,
- যুব লীগ হইলে গরু চুরি করিতে শিখে,
- আওয়ামীলিগ হইলে লোটা-কম্বল সহ পুরা দেশ চুরি করিতে শিখে।

এই ব্যাটা তো হেই বিচারে বেশী কিছু করে নাই। বিনা প্রতিদন্ধিতায় জিতেছে তো, তাই বেশী মাত্রায় খায় নাই..... মাপ কইরা দেন
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
228210
মাহফুজ মুহন লিখেছেন : ৫ জানুয়ারির ভোটের দিন ভোট কেন্দ্রে গরু , ছাগল মোরগ ছিল। মনে হয় তারা ভোট দিয়েছে , এখন তাদের এমপিদের কাছে কিছু একটা দাবি করে বাগানে হামলা করলো
283532
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোথের পানিতে মুখ ধোয়া ছাড়া কি উপায়???
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩২
228212
মাহফুজ মুহন লিখেছেন : শেষ বলে কিছু নাই। পাল্টা কিছু হলেই খয়রাতি মন্ত্রী এমপি দের বিশেষ জিনিষ উপহার দেয়া হবে। কারণ ছেড়া জিনিষ গুলো বেশ কাজ দেবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File