ফিলিস্তিনের ‘বার্লিন’ প্রাচীরের একাংশ ভাঙল তরুণেরা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ নভেম্বর, ২০১৪, ০৮:০৪:০৭ রাত
শুধু বক্তব্য নয়। ফিলিস্তিনের জনগণ এবার ইসরাইলিদের দেয়া অবৈধ দেয়াল ভাঙ্গা শুরু...
ফিলিস্তিনের ‘বার্লিন’ প্রাচীরের একাংশ ভাঙল তরুণেরা ।
বার্লিন প্রাচীর পতনের ২৫ বছর পূর্তিতে ইসরাইল কর্তৃক নির্মিত ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্তকারী অবৈধ দেয়ালের একটি অংশ ভেঙে প্রতীকী ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনি তরুণেরা। জেরুসালেম ও রামাল্লার মধ্যবর্তী স্থানে অধিকৃত পশ্চিমতীরের বির নাবালা গ্রামকে পৃথককারী দেয়ালে হাতুড়ি দিয়ে গর্ত করে ফিলিস্তিনি তরুণদের একটি গ্রুপ। ইসরাইলি বাহিনীর কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে তারা হ্যামার দিয়ে এ গর্ত সৃষ্টি করে। ফিলিস্তিনের মায়ান সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে গ্রুপটি জানায়, দেয়াল যতই উঁচু হোক না কেন, তার পতন হবেই। বার্লিন দেয়ালের মতো ফিলিস্তিনের অবৈধ এ দেয়ালেরও এক দিন পতন হবে। জার্মানি বিভক্ত হওয়ার ২৮ বছর পর দেশটি আবার একত্রীকরণ উপলক্ষে ২৫ বছর আগে ৯ নভেম্বর বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয়। বার্লিন দেয়ালের পতনকে কমিউনিস্টের পতন বলে মনে করা হয়। জেরুসালেম থেকে পশ্চিমতীরকে বিভক্তকারী এ প্রাচীরকে বর্ণবাদী দেয়াল বলে থাকেন ফিলিস্তিনিরা। নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে ইসরাইল ২০০২ সালে পশ্চিমতীরে প্রাচীর নির্মাণ শুরু করে।
--- সুত্র আলজাজিরা
ভিডিও দেখুন এই লিঙ্কে -
https://www.facebook.com/video.php?v=795871520489751&fref=nf
শুধু বক্তব্য নয়। ফিলিস্তিনের জনগণ এবার ইসরাইলিদের দেয়া অবৈধ দেয়াল ভাঙ্গা শুরু করেছে। পৃথিবীর সকল অবৈধ দেয়াল , সীমান্তবাদী , সাম্রাজ্যবাদীর দেয়ালে আঘাত করতেই হবে। পৃথিবীর সকল অন্যায়ের কারাগার , অন্যায়ের মসনদ এভাবেই ভাঙ্গতে হবে। এগিয়ে যেতে হবে আরো অনেক পথ। এই দেয়াল ভাঙ্গায় শুধু ফিলিস্তিনিরা ছিল না , তাদের সাথে রয়েছে অনেক বিদেশী সত্যের সৈনিক। ইনসাহ আল্লাহ বিজয় হবেই হবে।
আরেকটি ভিডিও দেখুন এই লিঙ্কে --
https://www.facebook.com/video.php?v=785002398236423&set=vb.132091353527534&type=3&theater
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন