পুরুষ সমাজকে অপমান করলেন দিপু মনি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ অক্টোবর, ২০১৪, ০২:৪০:০৬ দুপুর

পুরুষদের অপমান করলেন দিপু মনি। নারীদের নিয়ে এমন বক্তব্য দিলে লাল টিপ পরা কথিত নারী নেত্রীরা রাস্তায় নেমে যেতেন। কিন্তু পুরো পুরুষ সমাজকে অপমান করার পর কোনো শব্দ নাই।
পুরুষরা ঝাড়ু ধরেন কেবল বউ পেটাতে: দীপু মনি
দীপু মনি বলেছেন, পুরুষরা ঝাড়ুটাও ধরেন কেবল বউ পেটানোর সময়।
শনিবার দুপুরে চাঁদপুর শহরের হাজি মহসিন রোডে চাঁদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রথম নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
http://shar.es/10ofJ5
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন