পুরুষ সমাজকে অপমান করলেন দিপু মনি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ অক্টোবর, ২০১৪, ০২:৪০:০৬ দুপুর



পুরুষদের অপমান করলেন দিপু মনি। নারীদের নিয়ে এমন বক্তব্য দিলে লাল টিপ পরা কথিত নারী নেত্রীরা রাস্তায় নেমে যেতেন। কিন্তু পুরো পুরুষ সমাজকে অপমান করার পর কোনো শব্দ নাই।



পুরুষরা ঝাড়ু ধরেন কেবল বউ পেটাতে: দীপু মনি


দীপু মনি বলেছেন, পুরুষরা ঝাড়ুটাও ধরেন কেবল বউ পেটানোর সময়।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের হাজি মহসিন রোডে চাঁদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রথম নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

http://shar.es/10ofJ5

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278918
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্যাপারটা আসলে উল্টা! তিনি নিজে বোধহয় জামাই পিটানর জন্যই শুধু ঝাড়ু ধরেন।
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৮
223093
মাহফুজ মুহন লিখেছেন : উদাহরণ দিয়ে গোটা পুরুষ সমাজকে হেয় করা হয়েছে
278947
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
অনেক পথ বাকি লিখেছেন : এটা উনি কথার কথা বলেছেন। আসলে কিছু পুরুষ স্ত্রীদের বাসার কাজে সহায়তা করে না বলেই এই কথা বলেছে। Tongue Tongue
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১০
223096
মাহফুজ মুহন লিখেছেন : তেতুল তথ্য কি তাহলে ভুল ? সেই কথা নিয়ে কথিত নারী পুরুষ চিত্কার দিলেন , আর পুরুষরা ঝাড়ু ধরেন কেবল বউ পেটাতে সেটা কি তাহলে চেতনার ধারক বাহক হতে পারে ?
278964
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৭
মামুন লিখেছেন : পড়লাম। একজন দিপু মনি তো আর সকল মুসলমানের বা এ দেশের জনগনের আদর্শ নয়। তাই তার কথায় কিছু যায় আসে না।
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১১
223097
মাহফুজ মুহন লিখেছেন : সুযোগ মত তথ্য , যুক্তি এক এক রকম , এই কথা হুজুর অথবা অন্য ( বিরোধী দলের ) কেউ বললে কথিত চেতনা কিন্তু লাফালফি করে রাজপথে নেমে যেত , কি বলেন ?
279544
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৮
কাঁচের বালি লিখেছেন : পুরুষদের অপমান করলেন দিপু মনি। নারীদের নিয়ে এমন বক্তব্য দিলে লাল টিপ পরা কথিত নারী নেত্রীরা রাস্তায় নেমে যেতেন। কিন্তু পুরো পুরুষ সমাজকে অপমান করার পর কোনো শব্দ নাই । তাহলে আজকেই কেন পুরুষেরা মাঠে নামছেন না ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File